ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাপের ভয়ে ভীত বাপেক্স!

প্রকাশিত: ১০:১৯, ১৬ ডিসেম্বর ২০১৯

 সাপের ভয়ে  ভীত বাপেক্স!

স্টাফ রিপোর্টার ॥ সাপের ভয়ে তেল-গ্যাস অনুসন্ধানে বড় বাধা উল্লেখ করায় বিদ্যুত জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের কটাক্ষের শিকার হলেন তেল গ্যাস অনুসন্ধান উত্তোলন কোম্পানির (বাপেক্স) কর্মকর্তারা। রবিবার কাওরানবাজারে বাপেক্স ভবনে এক সেমিনারে কাজের ক্ষেত্রে বাপেক্স তাদের প্রতিবন্ধকতা তুলে ধরতে গিয়ে বন-জঙ্গলে তেল-গ্যাস অনুসন্ধানে সাপের ভয়ের কথা জানালে প্রতিমন্ত্রী কটাক্ষ করে বলেন, আপনারা সাপের ভয়ে কাজ না করে চলে এলেন এটা কোন কিছু হলো? তিনি পেট্রোবাংলা ও বাপেক্সের অদক্ষতার দায় পুরো জাতি নিতে পারে না বলে উল্লেখ করে বলেন, তাদের কাজের মূল্যায়ন করা হবে। তেল-গ্যাস অনুসন্ধানে সরকারের কাজের গতিকে প্রশ্নবিদ্ধ করে। দেশের সম্পদ অনুসন্ধান না করে জ্বালানি আমদানিতে সরকার বিদেশনির্ভর হয়ে পড়ছে। বিভিন্ন মহল থেকে এ অভিযোগ উত্থাপন করা হলেও প্রতিমন্ত্রী বলেন পেট্রোবাংলা ও বাপেক্সের কর্মকর্তারাই কাজ করতে চান না। বাপেক্স ও পেট্রোবাংলা দুই সংস্থার বেশিরভাগ কর্মকর্তাই কাজে আগ্রহ দেখান না। সংস্থা থেকে বের হয়ে গিয়ে তারা নানা রকম উদ্ভাবনের কথা বলেন। এর কারণ আমাদের খুঁজে বের করা দরকার বলে অনেকেই প্রশ্ন করেন, বাপেক্সকে নাকি আমরা কাজ দিচ্ছি না। বাস্তবতা হচ্ছে বাপেক্সকে পুরো বাংলাদেশ দিয়ে রেখেছি। কিন্তু তাদের কাজের গতি শ্লথ। তাদের গতি বাড়িয়ে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে আমাদের। ভূতাত্ত্বিক অধ্যাপক বদরুল ইমাম বলেন, আমাদের এখানে কোন ভূকাঠামোতে একটি কূপ খনন করেই বলা হয় এখানে আর গ্যাস নেই। কিন্তু প্রতিবেশী দেশ ভারতে একটি ভূকাঠামোয় অনেকগুলো কূপ একই সঙ্গে খনন করা হয়। এরপর সিদ্ধান্ত নেয়া হয় সেখানে গ্যাস পাওয়া যাবে না। কিন্তু আমাদের এখানে এই কাজ করেই বড় বড় ব্লক ফেলে রাখা হচ্ছে। জবাবে বাপেক্সের তরফ থেকে বলা হয়, তারাও একই পন্থায় কাজ করতে চাইলেও পারছে না। এখানে মূলত সরকারের অনুমোদন না পাওয়ার বিষয়টি পুঁজি করে বাপেক্স। প্রতিমন্ত্রী বলেন, যতবারই তাদের জিজ্ঞেস করা হয় কাজ করছেন না কেন, ততবারই তারা বলেন, প্রস্তুতি নিচ্ছি। কিন্তু প্রস্তুতি আর শেষ হয় না, কাজও এগোয় না। প্রতিমন্ত্রী বলেন, স্ব স্ব ক্ষেত্রে নেতৃত্ব দেয়ার মানসিকতা থাকতে হবে। আপনাদের জনবল আছে। তাদের কাজে লাগাতে হবে। এটাই আপনাদের বড় চ্যালেঞ্জ। নইলে আমরা বাইরে থেকে চেষ্টা যত করি না কেন সম্ভাবনাময় কাজ আমরা দেখতে পাব না। আগে বাপেক্স অনেক বড় কাজ করেছে। কিন্তু এখনকার অবস্থা ভাল না। এভাবে চলতে দেয়া যায় না। পেট্রোবাংলার অবস্থাও একই। তাদের কোন ফলপ্রসূ ভূমিকা তো দেখি না। প্রতিমন্ত্রী বাপেক্স ও পেট্রোবাংলার কমকর্তাদের উদ্দেশে বলেন, আপনাদের অক্ষমতার দায় নেবে না সরকার। আমরা আপনাদের কাজের মূল্যায়ন করব। কাজ করতে না পারলে কাজ তো বিদেশী কোম্পানির হাতে যাবেই। তিনি বলেন, স্থলভাগে কাজের গতি বাড়াতে পেট্রোবাংলাকে নির্দেশ দেয়া হলেও তারা চুপচাপ বসে থাকে।
×