ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাণিজ্যযুদ্ধে শান্তির আভাস, মার্কিন পণ্যে শুল্ক চাপাচ্ছে না চীন

প্রকাশিত: ০৯:৪২, ১৫ ডিসেম্বর ২০১৯

বাণিজ্যযুদ্ধে শান্তির আভাস, মার্কিন পণ্যে শুল্ক চাপাচ্ছে না চীন

অনলাইন ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘ সময়ের বাণিজ্যযুদ্ধে ইতি টানার বার্তা দিয়ে চীন জানিয়েছে, কয়েকটি মার্কিন পণ্যর ওপর বাড়তি শুল্কের বোঝা আপাতত চাপাচ্ছে না তারা। ১৫ ডিসেম্বর থেকে ওই পণ্যগুলোর উপর বাড়তি ১০ এবং ৫ শতাংশ শুল্কের বোঝা চাপানোর কথা ছিল চীনের। এ শুল্কই এখন স্থগিত রাখার সিদ্ধান্ত জানিয়েছে চীন। রবিবার চীনের অর্থমন্ত্রণালয় জানায়, “যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা কিছু পণ্যের ওপর ওই শুল্ক চাপানো হচ্ছে না এবং যুক্তরাষ্ট্রের তৈরি গাড়িসহ গাড়ির যন্ত্রাংশের ওপরও বাড়তি শুল্ক স্থগিত করা হচ্ছে।” গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও চীনের সরকারি কর্মকর্তারা প্রথম পর্যায়ের একটি বাণিজ্য চুক্তিতে পৌঁছানোর পর বাণিজ্যযুদ্ধে শান্তির আভাস মেলে। চুক্তির আওতায় ট্রাম্প চীনের কয়েকটি পণ্যের ওপর থেকে নতুন শুল্ক আরোপের সিদ্ধান্ত বাতিল করেন।এরপরই পাল্টা পদক্ষেপে চীনও যুক্তরাষ্ট্রের কিছু পণ্যে শুল্ক স্থগিত করল। চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যযুদ্ধ শুরু হয়েছিল চীনা পণ্যে যুক্তরাষ্ট্রের শুল্কারোপের ঘোষণার মধ্য দিয়ে। এরপর দুদেশের মধ্যে বাণিজ্য চুক্তি করা নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলেলও দুপক্ষে সমঝোতা হচ্ছিল না। তবে গত শুক্রবার ট্রাম্প এক টুইটে জানান,চীনের সঙ্গে একটি প্রথম পর্যায়ের বাণিজ্য চুক্তিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। ১৫ ডিসেম্বর থেকে এ চুক্তি কার্যকর হবে বলেও জানিয়েছিলেন তিনি। দু’দেশই চুক্তির বিষয়বস্তু সম্পরকে একমত হয়েছে এবং চুক্তির আওতায় তারা একে অপরের পণ্যের ওপর শুল্কারোপ এড়িয়ে চলতেও রাজি হয়েছে। চুক্তি অনুযায়ী চীন যুক্তরাষ্ট্র থেকে আরও বেশি ভুট্টা ও গম কিনবে।তাছাড়া, চীনে ঢোকা মার্কিন পণ্যগুলোর ওপর শুল্কের বোঝাও ধীরে ধীরে কমাবে। যদিও চুক্তিটিতে এখনো সই করেনি দুই দেশ।
×