ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিজয় দিবস প্রদর্শনী ক্রিকেট

প্রকাশিত: ০৮:১৭, ১৬ ডিসেম্বর ২০১৯

 বিজয় দিবস প্রদর্শনী ক্রিকেট

স্পোর্টস রিপোর্টার ॥ প্রতিবারের মতোই ১৯৭১ সালে ক্রীড়াঙ্গনের দুই শহীদের স্মরণে এবারও বিজয় দিবস উপলক্ষে শহীদ জুয়েল ও শহীদ মুশতাক একাদশের মধ্যে প্রদর্শনী ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক তারকাদের নিয়ে এই দু’টি একাদশ গড়া হয়েছে। সোমবার সকাল ১০টা থেকে মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে টি২০ ফরমেটে ম্যাচটি মাঠে গড়াবে। শহীদ জুয়েল এবং শহীদ মুশতাক ছিলেন দুই ক্রীড়াপাগল মানুষ। প্রথমজন ক্রিকেটার, দ্বিতীয়জন সংগঠক। ২৫ মার্চ কালরাতে পাকিস্তানী হানাদাররা নৃশংসভাবে হত্যা করে নির্মল মনের ক্রীড়াপাগল মুশতাক আহমেদকে। আর আবদুল হালিম চৌধুরী (জুয়েল) মুক্তিবাহিনীর দুর্ধর্ষ ক্র্যাক প্লাটুনের সদস্য। রাজধানীর মগবাজারে সুরকার আলতাফ মাহমুদের বাসা থেকে ২৯ আগস্ট হানাদাররা আহত অবস্থায় জুয়েলকে ক্যাম্পে ধরে নিয়ে যায়। এক সময় হত্যা করা হয় স্বাধীন বাংলাদেশের বড় ক্রিকেট তারকা হওয়ার রসদ জমে থাকা জুয়েলকে। ক্রিকেটাঙ্গনের এ দুই শহীদের নামে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের দুটি স্ট্যান্ডের নামকরণ করা হয়েছে প্রতিষ্ঠালগ্ন থেকেই। শহীদ জুয়েল একাদশ ॥ নাঈমুর রহমান দুর্জয় এমপি, হাবিবুল বাশার সুমন, মাহমুদুল হাসান রানা, আকরাম খান, মিনহাজুল আবেদিন নান্নু, শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, এনামুল হক মণি, সজল চৌধুরী, খালেদ মাহমুদ সুজন, নাসির আহমেদ নাসু, এহসানুল হক সিজান, নিয়ামুর রশীদ রাহুল, মোহাম্মদ সেলিম (উইকেটরক্ষক) ও হাসিবুল হোসেন শান্ত। ম্যানেজার ॥ গোলাম ফারুক চৌধুরী সুরু। শহীদ মুশতাক একাদশ ॥ মেহরাব হোসেন অপি, জাহাঙ্গীর আল, হারুনুর রশীদ লিটন, আনওয়ার হোসেন (উইকেটরক্ষক), তারেক আজিজ খান, মুশফিকুর রহমান বাবু, মোর্শেদ আলী খান সুমন, মোহাম্মদ রফিক, আনোয়ার হোসেন মনির, সফিউদ্দিন আহমেদ বাবু, ফারুক আহমেদ, জাভেদ ওমর বেলিম গোল্লা, মোহাম্মদ আলী ও খালেদ মাসুদ পাইলট। ম্যানেজার ॥ রকিবুল হাসান।
×