ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সুচি এখন বিশ্বজুড়ে নন্দিত

প্রকাশিত: ০৮:১২, ১৬ ডিসেম্বর ২০১৯

 সুচি এখন  বিশ্বজুড়ে  নন্দিত

এক সময়ের গণতান্ত্রিক আন্দোলনের নন্দিত মিয়ানমারের নেত্রী আউং সান সুচি এখন নিন্দিত বিশ্বজুড়ে। সামরিক জান্তার সঙ্গে সমঝোতা করে ক্ষমতায় আসার পর রোহিঙ্গা জাতিগত নিধনে তার নীরব সমর্থন এবং ভূমিকা নিয়ে পতিত নেত্রী হন সুচি। রোহিঙ্গা গণহত্যার পক্ষে ঝান্ডা উড়িয়ে বিবিসি, সিএনএন, গার্ডিয়ানসহ বিভিন্ন মূল ধারার আন্তর্জাতিক গণমাধ্যমে সুচি’র বিরুদ্ধে উঠেছে নিন্দার ঝড়। সুচি এক সময় ‘নিপীড়িতদের কণ্ঠস্বর’ উপাধি পেয়েছিলেন। আর এখন তিনিই দাঁড়িয়েছেন নিপীড়কের পক্ষে। মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে জাতিসংঘের আন্তর্জাতিক আদালতে গাম্বিয়ার করা মামলার শুনানিতে নির্বিকার ভঙ্গিতে শোনেন গণহত্যা আর ধর্ষণের বর্ণনা। -সিএনএন
×