ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

লড়াই করার মতো ২৮৭ রান তুলল ভারত

প্রকাশিত: ০৬:৫০, ১৫ ডিসেম্বর ২০১৯

লড়াই করার মতো ২৮৭ রান তুলল ভারত

অনলাইন ডেস্ক ॥ লড়াই করার মতো রান তুলল ভারত। ৫০ ওভারে বিরাট কোহলির দল করল ৮ উইকেটে ২৮৭ রান। ইনিংসের শুরুতেই রথী-মহারথীদের উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ভারত। শ্রেয়াস আইয়ার ও ঋষভ পান্থ অনন্ত চাপ থেকে বের করে আনেন দলকে। চিপকের প্রথম ওয়ানডেতে টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠান ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক কায়রন পোলার্ড। তাঁর এই সিদ্ধান্তে অবাকই হন ভারত অধিনায়ক বিরাট কোহলি। বল গড়াতেই বোঝা যায় ভারতকে কেন ব্যাট করতে পাঠিয়েছিলেন ক্যারিবিয়ান অধিনায়ক। চিপকের উইকেটে বল পড়ে মন্থর গতিতে ব্যাটে আসছিল। টাইমিং করতে সমস্যা হচ্ছিল ব্যাটসম্যানদের। লোকেশ রাহুল (৬) ও বিরাট কোহালিকে (৪) শুরুতেই তুলে নিয়ে কটরেল ভয় ধরিয়ে দিয়েছিলেন। সবাই ধরেই নিয়েছিলেন দিনটা হবে রোহিত শর্মার। প্রথমে দুটো উইকেট চলে যাওয়ায় ‘হিটম্যান’ও অতিরিক্ত সতর্ক হয়ে যান। চেনা মেজাজে ধরা দেননি রোহিত। ক্রিজে সেট হয়ে যাওয়ার পরেও ফিরে গেলেন তিনি। ভারতীয় ব্যাটিং তখন ধুঁকছে। টি টোয়েন্টি সিরিজে যে রকম আগ্রাসী ক্রিকেট খেলেছিল, তা উধাও। এই অবস্থায় ভারতীয় ব্যাটিংয়ের হাল ধরেন শ্রেয়াস আইয়ার ও ঋষভ পান্থ। দুই তরুণ ক্রিকেটারের জন্য সাজানোই ছিল মঞ্চ। এরকম পরিস্থিতিতেই তো নিজেদের সেরাটা বের করে আনতে হয়। শ্রেয়াস ও পন্থ ১১৪ রানের পার্টনারশিপ গড়েন। তার মধ্যে ৫৬ রানে পান্থের ক্যাচ ফেলে দেন কটরেল। এর সুযোগ নিতে পারলেন না পান্থ। যে সময়ে তিনি ও শ্রেয়াস আইয়ার বিপজ্জনক হয়ে উঠতে পারতেন বলে ধরা হচ্ছিল, ঠিক তখনই শ্রেয়াস (৭০) ও পান্থ (৭১) ভুল শট খেলে প্যাভিলিয়নে ফেরেন। বিশ্বকাপের পরে আর দেশের জার্সিতে ওয়ানডে খেলতে দেখা যায়নি কেদার যাদবকে। মিডল অর্ডার শক্তিশালী করার জন্যই তাঁকে এদিন নামিয়েছিলেন কোহলি। ৩৫ বলে ৪০ রান করেন তিনি। শেষের দিকে রান তোলার গতি বাড়াতে পারলেন না বাকিরা। ফলে ভারতকে ৫০ ওভারে থামতে হল ২৮৭ রানে। সূত্র : আনন্দবাজার পত্রিকা
×