ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

দক্ষিণ ফিলিপিন্সে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১

প্রকাশিত: ০৫:০২, ১৫ ডিসেম্বর ২০১৯

দক্ষিণ ফিলিপিন্সে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১

অনলাইন ডেস্ক ॥ ফিলিপিন্সের দাভাও শহরের কাছে ৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছে আরো কয়েকজন, ভেঙে পড়েছে ঘরবাড়ি। যুক্তরাষ্ট্রে ভূতাত্বিক জরিপ মতে, রবিবারের এ ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মিন্দানাও দ্বীপের দাভাওয়ের ৬১ কিলোমিটার উত্তরপশ্চিমে।তবে এতে সুনামির কোনো আশঙ্কা দেখা দেয়নি। দাভাও দেল সুর প্রদেশের মাতানাও শহরের মেয়র ভিনসেন্ট ফার্নান্দেজ ফিলিপিনো ডিজেডএমএম রেডিওতে ভূমিকম্পে দেয়াল ধসে পড়ে এক ৬ বছরের শিশু মারা যাওয়ার খবর জানিয়েছেন। তিনি বলেন, ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো স্পষ্টভাবে জানা যায়নি। তবে অধিবাসীদের সহায়তায় কর্তৃপক্ষের খাবার, পানি, তেরপল এবং কম্বল দরকার। কাছাকাছি একটি শহরের এক সরকারি তথ্য করমকরতা বলেছেন, ভূমিকম্পে ১৪ জন সামান্য আহত হয়েছেন। সরকারি অফিসসহ রাস্তাঘাট এবং অনেক ভবন ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং শহরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ভূমিকম্পের সময় ফিলিপিন্সের প্রেসিডেন্ট দুতেরতে শহরটিতে ছিলেন। তবে তার কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছেন দুতেরতের মুখপাত্র। এর আগে এই অঞ্চলে গত অক্টোবরে চারটি শক্তিশালী ভূমিকম্প হয়েছিল। সেগুলোতে অন্তত ২০ জন নিহত হয়।
×