ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নান্দাইলের বাজারে ৪০ কেজি ওজনের বাঘাআইড় মাছ

প্রকাশিত: ০৪:৫৪, ১৫ ডিসেম্বর ২০১৯

নান্দাইলের বাজারে ৪০ কেজি ওজনের বাঘাআইড় মাছ

সংবাদদাতা, নান্দাইল, ময়মনসিংহ ॥ নান্দাইল চৌরাস্তা মাছের আড়তে ৪০ কেজি ওজনের একটি বাঘাআইড় মাছ বিক্রি হয়েছে। আজ রবিবার দুপুরে আবু হানিফ মিয়া (৪২) নামে এক ব্যবসায়ী এই মাছটি ৪৮ হাজার টাকায় বিক্রি করেন। মোহনগঞ্জ হাওড় এলাকায় বিশেষ ধরণের বরশিতে মাছটি ধরা পড়ে। ওই মাছের আড়তে গিয়ে দেখা গেছে, বিরাট আকারের বাঘাআইড় মাছটি এক নজর দেখতে আশপাশের উৎসুক লোকজন ভির জমায়। এর আগে বাজারটিতে এত বড় মাছ উঠেনি। মাছটি নিয়ে তাই উপস্থিত লোকজনের মাঝে কৌতূহলের শেষ ছিল না। বিক্রেতা আবু হানিফ জানায়, শনিবার রাতে মোহনগঞ্জ থানার হাওড় এলাকায় এই মাছ ধরা পড়েছে। ফয়েজ নামে এক স্থানীয় বরশি শিকারী বিশেষ ধরনের এক লেংটু বরশি দিয়ে এই মাছ ধরেছেন। পরে তিনি ১ হাজার টাকা কেজি ধরে মাছটি কিনে এনে নান্দাইল চৌরাস্তা আড়তে ১২শ টাকা কেজি ধরে বিক্রি করেছেন। তিনি শিকারীর বরাত দিয়ে বলেন, মাছটি বরশিতে আটকের পর প্রায় আড়াই ঘন্টা চেষ্টার পর পাড়ে তুলেছেন। পরে সিএনজি যোগে এই বাজারে বিক্রির জন্য নিয়ে এসেছেন।
×