ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন

সংগ্রামের গতি আরও বাড়াব, বেগবান করব ॥ ফখরুল

প্রকাশিত: ১১:২৪, ১৫ ডিসেম্বর ২০১৯

সংগ্রামের গতি আরও বাড়াব, বেগবান করব ॥ ফখরুল

স্টাফ রিপোর্টার ॥ বর্তমান অগণতান্ত্রিক সরকার স্বাধীনতা যুদ্ধের চেতনা, অর্জন ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন ভেঙ্গে খান খান করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই সরকার দেশ জাতির অর্জনগুলোকে ধ্বংস করে ফেলেছে। আজকে গণতন্ত্রবিহীন, জনগণের অধিকারবিহীন অবস্থার মধ্যে বিরাজ করছি। শহীদ বুদ্ধিজীবীদের পথ অনুসরণ করে স্বাধীন সার্বভৌম দেশ প্রতিষ্ঠায় এগিয়ে আসতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি। শনিবার সকালে রাজধানীর মিরপুরে অবস্থিত জাতীয় শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, এই দিনে শহীদ বুদ্ধিজীবীদের পথ অনুসরণ করে দেশের স্বাধীনতা স্বার্বভৌমত্ব রক্ষা করবার জন্য, গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য আমাদের সংগ্রামের আরও গতি বাড়াব, সংগ্রামকে আরও বেগবান করব। জনগণকে সঙ্গে নিয়ে বিজয় অর্জন করব। যখন বিএনপি নেত্রী কারাগারে, হাজার হাজার নেতাকর্মী কারাগারে, মিথ্যা মামলায় গণতান্ত্রিক দলগুলোকে স্তব্ধ করে দেয়া হচ্ছে, বিএনপিকে নির্মূলের চেষ্টা হচ্ছে, সেই সময়ে বড় প্রয়োজন জাতির ঐক্য। ঐক্যবদ্ধ করে গণতন্ত্রকে প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করতে হবে। অত্যন্ত দুঃখের কথা, স্বাধীনতা যুদ্ধের যিনি ঘোষণা দিয়েছেন তার সহধর্মিনী, তিনি স্বাধীনতা যুদ্ধে পাক হানাদার বাহিনীর হাতে নির্যাতিত হয়েছেন, নিগৃহীত হয়েছেন, বন্দী হয়েছেন, তাকে (খালেদা জিয়া) আজকে কারাগারে থাকতে হচ্ছে। এ সময় তিনি ভারতের নাগরিকপঞ্জি নিয়েও নিজের উৎকণ্ঠা প্রকাশ করে বলেন, এটা শুধু বাংলাদেশ নয়, উপমহাদেশে অস্থিতিশীল পরিস্থিতি ও সংঘাতের পরিবেশ সৃষ্টি করবে। ভারতে নাগরিকত্ব আইন একটি ‘সাম্প্রদায়িক’ আইন। অসাম্প্রদায়িক রাজনীতিকে ধ্বংস করে দিয়ে সাম্প্রদায়িক রাজনীতি প্রতিষ্ঠার জন্যই এটা হয়েছে। এর আগে শনিবার সকালে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির সূর্য সন্তানদের প্রতি পুস্পস্তবক অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি নেতারা। বিএনপি মহাসচিব ছাড়াও স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, বেগম সেলিমা রহমান, উপদেষ্টা আব্দুস সালাম, আমানউল্লাহ আমান, হাবিবুর রহমান হাবিব, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব-উন-নবী খান সোহেল, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, প্রমুখ উপস্থিত ছিলেন। বুদ্ধিজীবী স্মৃতিসৌধে যাওয়ার সময় এদিন বিএনপি নেতাকর্মীদের হাতে খালেদা জিয়ার মুক্তির দাবি সম্বলিত প্ল্যাকার্ড বহন করতে দেখা যায়। খালেদা জিয়ার সঙ্গে পরিবারের লোকদের সাক্ষাত করতে না দেয়ার অভিযোগ রিজভীর ॥ এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। পরিবারের লোকদের সঙ্গে সাক্ষাতের অনুমতি দিলেও আসল রহস্য ফাঁস হয়ে যাবে, সে কারণে সরকার তার সঙ্গে সাক্ষাতের অনুমতি দিচ্ছে না। শনিবার বিকেলে নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, ৩১ দিন অতিবাহিত হওয়ার পরেও বেগম খালেদা জিয়ার স্বজনদের তার সঙ্গে দেখা করতে দেয়া হয়নি। বলা হয়েছে, উচ্চতর কর্তৃপক্ষের নির্দেশেই সাক্ষাত দেয়া হয়নি। অথচ শনিবার পরিবারের সদস্যদের সাক্ষাতের জন্য অনুমতি ছিল। আকস্মিকভাবে বেলা ২টায় অনুমতি বাতিলের কথা জানানো হয়েছে। বলতে চাই, উচ্চতর কর্তৃপক্ষ কে? কত উচ্চতায় তিনি অবস্থান করেন? এটি জেল কর্তৃপক্ষ না জানলেও জনগণ তা ভালভাবেই জানে যে, জেল কর্তৃপক্ষের প্রভুরাই উচ্চতর কর্তৃপক্ষ। কর্মসূচী এদিকে খালেদা জিয়ার জামিন আবেদন খারিজের প্রতিবাদে আজ রবিবার (১৫ ডিসেম্বর) বিএনপির কেন্দ্র ঘোষিত ঢাকা মহানগরসহ দেশব্যাপী জেলা ও মহানগর সদরে বিক্ষোভ কর্মসূচী পালিত হবে। ঢাকা মহানগরের থানায় থানায়ও বিভিন্ন কর্মসূচী নেয়া হয়েছে। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিএনপির উদ্যোগে সুপ্রীম কোর্ট বার অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় বিএনপির কেন্দ্রীয় নেতারাসহ দেশের বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য রাখবেন। বলে রিজভী জানান। এছাড়া আগামীকাল সোমবার মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির পক্ষ থেকে সকাল সাড়ে ৮টায় জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করা হবে। পরে সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন বিএনপি নেতাকর্মীরা। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, আবদুল আওয়াল, নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম প্রমুখ। আগামীকাল খালেদা জিয়ার সঙ্গে স্বজনরা সাক্ষাত করতে পারবেন ॥ মহান বিজয় দিবসে সোমবার কারাবন্দী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত করবেন স্বজনরা। বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, অনিবার্য কারণে জেল কর্তৃপক্ষ শনিবার খালেদা জিয়ার সঙ্গে স্বজনদের সাক্ষাত বাতিল করে। পরে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে খালেদা জিয়ার সঙ্গে স্বজনদের সাক্ষাতের অনুমতি দেয়া হয়েছে।
×