ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আইটি খাতে বিনিয়োগ বাড়াতে বাংলাদেশী- ব্রিটিশদের প্রতি হাইকমিশনারের আহ্বান

প্রকাশিত: ১৩:০৪, ১৪ ডিসেম্বর ২০১৯

আইটি খাতে বিনিয়োগ বাড়াতে বাংলাদেশী- ব্রিটিশদের প্রতি হাইকমিশনারের আহ্বান

জনকণ্ঠ ডেস্ক ॥ যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীম বাংলাদেশের তথ্য-প্রযুক্তি (আইটি) খাতে বিনিয়োগ বাড়াতে বাংলাদেশী-ব্রিটিশদের প্রতি আহ্বান জানিয়েছেন। ‘ডিজিটাল বাংলাদেশ দিবস-২০১৯’ উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার লন্ডনে বাংলাদেশ মিশনে এক অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এ আহ্বান জানান। খবর বাসসর। হাইকমিশন আয়োজিত এ অনুষ্ঠানে সাইদা মুনা তাসনীম জানান, বাংলাদেশ হাইকমিশন আগামী বছরের মধ্যে যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে আইটি খাতে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের উদ্যোগ নিয়েছে। এ সমঝোতা স্মারকের জন্য তিনি যুক্তরাজ্যে আইটি পেশায় নিয়োজিত বাংলাদেশী-ব্রিটিশদের কাছ থেকে প্রয়োজনীয় পরামর্শ চেয়েছেন। হাইকমিশনার বলেন, সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলে দু’দেশের মধ্যে তথ্য-প্রযুক্তি খাত সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গভীর ও সুদৃঢ় সম্পর্ক স্থাপনের দ্বার উন্মোচিত হবে বলে তিনি আশাবাদী। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
×