ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গাজীপুরে ডায়রিয়ার প্রকোপ নিয়ন্ত্রণে জিসিসির স্বাস্থ্য বিভাগে ছুটি বাতিল

প্রকাশিত: ১০:১৭, ১৪ ডিসেম্বর ২০১৯

 গাজীপুরে ডায়রিয়ার প্রকোপ নিয়ন্ত্রণে জিসিসির স্বাস্থ্য  বিভাগে ছুটি বাতিল

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুর মহানগরীতে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে। গত ৬ দিনে চার শতাধিক মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। ইতোমধ্যে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে কাজীবাড়ি, ছোট দেওড়া, পূর্ব চান্দনা এলাকায় দু’এলাকার শিশু ও নববধূসহ ৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গাজীপুর সিটি কর্পোরেশনের (জিসিসি) স্বাস্থ্য বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। গাজীপুর সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ রহমত উল্লাহ জানান, গাজীপুর মহানগরীতে ডায়রিয়া ক্রমেই ছড়িয়ে পড়ায় জিসিসি’র স্বাস্থ্য বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। স্বাস্থ্যকর্মীরা সিটির বিভিন্ন স্থানে সতর্কতামূলক মাইকিং করছেন। সিটি কর্পোরেশনের স্বাস্থ্যকর্মীরা ১০টি স্যালাইনের প্যাকেট ও পানি বিশুদ্ধকরণের ট্যাবলেটের প্যাকেট প্রতিটি পরিবারের মাঝে বিতরণ করছেন। আরও ৫০ হাজার ট্যাবলেট ও ২০ হাজার প্যাকেট স্যালাইন মজুত রয়েছে।
×