ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

উনাদের বিপক্ষে ন্যায্য কথা বললেও বলা হয় অত্যাচার চলছে ॥ আইনমন্ত্রী

প্রকাশিত: ১০:১৪, ১৪ ডিসেম্বর ২০১৯

  উনাদের বিপক্ষে ন্যায্য  কথা বললেও বলা  হয় অত্যাচার  চলছে ॥  আইনমন্ত্রী

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ বিষয়ে আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী এ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, দেশের সর্বোচ্চ আদালতের আপীল বিভাগ মেডিক্যাল রিপোর্ট ও সকল যুক্তি-তর্ক শুনে দেখেছেন বেগম খালেদা জিয়া এমন কোন অসুস্থ নয়, যে দেশে তার চিকিৎসা হবে না। সেই জন্য আদালত তাকে জামিন দেয়নি। তাই আদালত তাদের আবেদন নাকচ করেছে। তিনি আরও বলেন, বিএনপির কথা হচ্ছে যে রায় বা আদেশ তাদের পক্ষে যাবে সেটাই সঠিক, হোক সেটা মানুষ পিষিয়ে ফেললে ও তারা খুশি সেটা খুব ভাল, উনাদের বিপক্ষে যখন ন্যায্য কথা বলা হয় তখন উনারা বলেন অত্যাচার করা হচ্ছে। তিনি শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদ কমপ্লেক্সের পাশে উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে উপজেলা প্রশাসন আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কাউসার ভূঁইয়া জীবন প্রমুখ।
×