ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিজয় দিবসের প্রস্তুতিমূলক কাজের অগ্রগতি দেখে গণপূর্তমন্ত্রী

জাতীয় স্মৃতিসৌধের অসমাপ্ত সব কাজই করা হবে

প্রকাশিত: ১০:১০, ১৪ ডিসেম্বর ২০১৯

  জাতীয় স্মৃতিসৌধের অসমাপ্ত সব  কাজই করা হবে

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় স্মৃতিসৌধের মূল মাস্টার প্ল্যান অনুযায়ী অসমাপ্ত সবকিছুই করা হবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম। তিনি বলেন, খালেদা জিয়ার প্রতিপক্ষ এখন স্বাধীন দুর্নীতি দমন কমিশন, সরকার নয়। শুক্রবার সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান বিজয় দিবস ২০১৯ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক কাজের সর্বশেষ অগ্রগতি পরিদর্শনে এসে সাংবাদিকদের এ কথা জানান। একইসঙ্গে ময়লা পরিষ্কারের ন্যায় ঘুষ খেয়ে ও দুর্নীতিতে জড়িয়ে অপরিচ্ছন্ন করা সমাজকেও পরিচ্ছন্ন করতে চান বলেছেন মন্ত্রী। এ সময় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ আমিনুল ইসলাম খান ও মোঃ ইয়াকুব আলী পাটওয়ারী, গণপূর্ত অধিদফতরের প্রধান প্রকৌশলী মোঃ সাহাদাত হোসেনসহ মন্ত্রণালয়ের ও গণপূর্ত অধিদফতরের উর্ধতন কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। এর আগে সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বেসরকারী টেলিভিশন আরটিভি এবং রেকিট বেনকিজার বাংলাদেশ লিমিটেডের যৌথ উদ্যোগে আয়োজিত পরিচ্ছন্নতার যুদ্ধ শীর্ষক ক্যাম্পেনের উদ্বোধন করেন। এরপর দুপুরে মহান বিজয় দিবস কুচকাওয়াজ উপলক্ষে জাতীয় প্যারেড স্কয়ারে গণপূর্ত অধিদফতরের প্রস্তুতি কাজের অগ্রগতি পরিদর্শন করেন গণপূর্ত মন্ত্রী। জাতীয় স্মৃতিসৌধে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জামিন সংক্রান্ত সরকার কোন প্রকার সহায়তা করবে কি না এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক শ ম রেজাউল করিম এ সময় বলেন, বেগম খালেদা জিয়া দুর্নীতির দায়ে কারাদ-প্রাপ্ত হয়েছেন। তার দুর্নীতির দায় নিয়ে সরকার তাকে মুক্ত করে দেবে এ কথা ভাবা আহম্মকি ও আইনের পরিপন্থী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার আইনের শাসনে বিশ্বাস করে। ফলে কোনভাবেই দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত ব্যক্তিকে সরকার সাহায্য করার প্রশ্নই ওঠে না। তাছাড়া বিষয়টি সর্বোচ্চ আদালতের বিবেচনায় রয়েছে। এ মামলায় বেগম খালেদা জিয়ার প্রতিপক্ষ স্বাধীন দুর্নীতি দমন কমিশন। এক্ষেত্রে সরকারকে অভিযুক্ত করা একবারেই অযৌক্তিক। বিএনপি রাজনৈতিকভাবে এখন দেউলিয়া। এই বিএনপিকে দিয়ে দেশে কিছুই হবে না। পরিদর্শনকালীন মহান বিজয় দিবসকে সামনে রেখে জাতীয় স্মৃতিসৌধের প্রস্তুতি কাজের অগ্রগতি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পূর্তমন্ত্রী বলেন, মহামান্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ সর্বস্তরের মানুষ যাতে যথাযথ ভাব-গাম্ভীর্য এর মধ্য দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পারেন, সে জন্য জাতীয় স্মৃতিসৌধকে পরিপূর্ণভাবে প্রস্তুত করার জন্য আমরা কাজ করছি। ইতোমধ্যে প্রস্তুতি কাজ ৯৫ ভাগ সম্পন্ন হয়েছে। বাকি কাজও অতিশীঘ্রই সম্পন্ন হবে। বলা যায়, জাতীয় স্মৃতিসৌধ গোটা জাতির শ্রদ্ধা নিবেদনের জন্য এখন প্রস্তুত। পরিদর্শনকালীন মন্ত্রী স্মৃতিসৌধের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং প্রস্তুতি কাজের বিভিন্ন বিষয়ে গণপূর্ত অধিদফতরের কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন। উল্লেখ্য, প্রতিবছর মহান বিজয় দিবসে জাতির শ্রদ্ধা নিবেদনের জন্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়াধীন গণপূর্ত অধিদফতরের তত্ত্বাবধানে জাতীয় স্মৃতিসৌধকে নতুন সাজ-সজ্জা ও পরিষ্কার পরিচ্ছন্ন করে প্রস্তুত করা হয়। এরপর শুক্রবার দুপুরে মন্ত্রী মহান বিজয় দিবস ২০১৯ উদযাপন উপলক্ষে কুচকাওয়াজ অনুষ্ঠানের জন্য জাতীয় প্যারেড স্কয়ারে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়াধীন গণপূর্ত অধিদফতরের প্রস্তুতিমূলক কাজের বাস্তবায়ন অগ্রগতি পরিদর্শন করেন। এ সময় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ আমিনুল ইসলাম খান ও মোঃ ইয়াকুব আলী পাটওয়ারী, গণপূর্ত অধিদফতরের প্রধান প্রকৌশলী মোঃ সাহাদাত হোসেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ড. সুলতান আহমেদ, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোঃ রাশিদুল ইসলামসহ মন্ত্রণালয় ও গণপূর্ত অধিদফতরের উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। ‘পরিচ্ছন্নতার যুদ্ধ’ মন্ত্রী এর আগে সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বেসরকারী টেলিভিশন আরটিভি এবং রেকিট বেনকিজার বাংলাদেশ লিমিটেডের যৌথ উদ্যোগে আয়োজিত ‘পরিচ্ছন্নতার যুদ্ধ’ শীর্ষক ক্যাম্পেনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, মুক্তিযুদ্ধ ছিল অন্যায়, অবিচার, বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ। সেই যুদ্ধ এখনও চলমান। পরাধীনতার শৃঙ্খল থেকে বাংলাদেশকে আমরা স্বাধীন করেছি। কিন্তু অন্যান্য কিছু পরাধীনতা আছে, সেখান থেকে কিন্তু এখনও মুক্তি আসেনি। ময়লা পরিষ্কারের ন্যায় ঘুষ খেয়ে ও দুর্নীতিতে জড়িয়ে অপরিচ্ছন্ন করা সমাজকেও পরিচ্ছন্ন করতে চাই। এ সময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আতিকুল ইসলাম, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ, এমপি, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ আমিনুল ইসলাম খান ও মোঃ ইয়াকুব আলী পাটওয়ারী, মুক্তিযোদ্ধা গোলাম রসূল ভূঁইয়া, চিত্রনায়ক রিয়াজ, আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান, বাংলাদেশ স্কাউটসের সদস্যবৃন্দ ও সিটি কর্পোরেশেনের পরিচ্ছন্নতা কর্মীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত সকলকে পরিচ্ছন্নতার শপথ বাক্য পাঠ করান এবং পরিচ্ছন্নতার স্বপ্ন নিয়ে স্কাউটস সদস্যদের হাতে পরিচ্ছন্নতার টর্চ তুলে দেন গণপূর্ত মন্ত্রী। অনুষ্ঠানে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বাবু দুর্নীতির বিরুদ্ধে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর অবস্থানের প্রশংসা করে বলেন, আপনারা জানেন যে, এ দেশের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়কে চালানো অত্যন্ত কঠিন। রন্ধ্রে রন্ধ্রে সেখানে বিপদ-আপদ জারি আছে। সেই জায়গাতে মন্ত্রী অত্যন্ত দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করছেন। সকল দুর্বৃত্তের বিরুদ্ধে তিনি লড়ে যাচ্ছেন। ভূমিদুস্য, ভবন দস্যু, বাজার দস্যু, চাঁদাবাজ সবকিছুর বিরুদ্ধে তিনি লড়ছেন। তার সাহস ও নৈতিক শক্তির জন্য তাকে আমরা সাধুবাদ জানাতে পারি। তিনি সকলকে পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সকলের সহযোগিতা কামনা করেন।
×