ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শেবাচিমের দুর্নীতি বন্ধের দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ০৫:৩১, ১৩ ডিসেম্বর ২০১৯

শেবাচিমের দুর্নীতি বন্ধের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ দক্ষিণাঞ্চলের সর্ববৃহত চিকিৎসা সেবা কেন্দ্র নগরীর শের-ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে অবিলম্বে বন্ধ হয়ে যাওয়া আইসিওসহ সকল বিভাগের নষ্ট যন্ত্রপাতি সংস্কার করা এবং হাসপাতালের সকল অনিয়ম ও দুর্নীতি বন্ধ করে সেবার মান বাড়ানোর দাবিতে মানববন্ধন ও সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বেলা ১১ টায় নগরীর সদররোডে এ কর্মসূচি পালন করেন প্রগতিশীল চিকিৎসক ফোরাম ও সমাজতান্ত্রিক দল-বাসদ বরিশাল জেলা শাখা। ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালীন সময় বাসদের জেলা আহবায়ক ইঞ্জিনিয়ার ইমরান হাবীব রুমনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-জেলা সদস্য সচিব ডাঃ মনিষা চক্রবর্তী, শ্রমিক ফ্রন্টের নেতা বাবুল তালুকদার, শহিদুল ইসলাম, ছাত্র ফ্রন্টের নেতা নিলিমা জাহান, সাগর দাস, ইসাদ হোসেন প্রমুখ। বক্তারা বলেন, হাসপাতালের আইসিইউ’র ভেন্টিলেটর নষ্ট থাকার কারনে তরুন চিকিৎসক মারুফ হোসেন নয়নের মৃত্যু হয়েছে। তাহলে সাধারণ মানুষের চিকিৎসার গ্যারান্টি কোথায় রয়েছে। এছাড়া হাসপাতালের প্রায় প্রতিটি দপ্তরেরই রয়েছে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ। বক্তারা দক্ষিণাঞ্চলবাসীর একমাত্র ভরসাস্থল শেবাচিম হাসপাতালের করুন অবস্থার জন্য তীব্র ক্ষোভ প্রকাশ করে দ্রুত সমাধানের ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রী ও উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে জোর দাবি করেছেন।
×