ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

১৪ ডিসেম্বর জয়পুরহাট হানাদার মুক্ত দিবস

প্রকাশিত: ০৪:২৪, ১৩ ডিসেম্বর ২০১৯

১৪ ডিসেম্বর জয়পুরহাট হানাদার মুক্ত দিবস

নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট ॥ আগামীকাল জয়পুরহাট হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর জয়পুরহাটের পাঁচবিবির বাগজানা ইউনিয়নের ভূইডোবা গ্রাম সংলগ্ন সীমান্ত দিয়ে মুক্তিযোদ্ধা কমান্ডার আসাদুজ্জামান বাবলুর নেতৃত্বে দেড় শতাধিক মুক্তিযোদ্ধা পাঁচবিবি হয়ে জয়পুরহাটে প্রবেশ করে। তারা পাঁচবিবি থানা ভবনে জাতীয় পতাকা উত্তোলন করে জয়পুরহাটে এসে জয়পুরহাট ডাকবাংলোতে জাতীয় পতাকা উত্তোলন করে। এই সময় মুহু মুহু গুলি বর্ষণ করে জানানো হয় বিজয়বার্তা। মুক্তি যোদ্ধারা জয় বাংলা ধ্বনি দিয়ে বিজয়ের বার্তা ছড়িয়ে দেয়। জয়পুরহাট হানাদার মুক্ত ঘোষনা হওয়ার পর পরই জয়পুরহাট শহরের বিভিন্ন রাস্তায় মুক্তিকামী বাঙ্গালীরা বিজয়ের আনন্দে নেমে পরে। আসাদুজ্জামান বাবলু ডাকবাংলোতে জাতীয় পতাকা উত্তোলনের পরই জয়পুরহাট সদর থানায় এসে জাতীয় পতাকা উত্তোলন করে। হানাদার মুক্ত দিবস উপলক্ষে জয়পুরহাট সদর উপজেলার বম্বু ইউনিয়নের কড়ই কাদিপুর ও চকবরকত ইউনিয়নের পাগলা দেওয়ানে গণকবরে জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা নিবেদনের আয়োজন করে।
×