ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পরমাণু সমঝোতা ॥ জার্মানি তার দায়িত্ব এড়াতে পারে না

প্রকাশিত: ০০:৪০, ১৩ ডিসেম্বর ২০১৯

পরমাণু সমঝোতা ॥  জার্মানি  তার দায়িত্ব এড়াতে পারে না

অনলাইন ডেস্ক ॥ জার্মানির পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাস ইরানের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলিয়ে যে বক্তব্য দিয়েছেন তেহরান তার তীব্র প্রতিবাদ জানিয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি বলেছেন, এ ধরনের হস্তক্ষেপমূলক বক্তব্য দিয়ে কোনো কোনো ইউরোপীয় দেশ ইরানের পরমাণু সমঝোতা রক্ষার ক্ষেত্রে নিজেদের উদসীনতা ও অবহেলার দায় অন্যের ঘাড়ে চাপিয়ে দিতে পারে না। তিনি আরো বলেছেন, জার্মানির উচিত এ ধরনের বক্তব্য না দিয়ে আমেরিকার অর্থনৈতিক সন্ত্রাসবাদের প্রতিবাদ জানানো। সম্প্রতি হেইকো মাস জার্মানির পার্লামেন্টে দেশটির একজন সংসদ সদস্যের প্রশ্নের জবাবে ইরানের মানবাধিকার পরিস্থিতির তীব্র সমালোচনা করেন। তিনি দাবি করেন, ইরানের সাম্প্রতিক সরকার বিরোধী বিক্ষোভে শত শত মানুষ নিহত হয়েছে এবং বিক্ষোভকারীদের সঙ্গে সেদেশের নিরাপত্তা বাহিনীর সহিংস আচরণ করেছে তা নিন্দনীয়। মুসাভি বলেন, জার্মানি মানবাধিকারের ব্যাপারে অপেশাদার ও একদেশদর্শী যে নীতি গ্রহণ করেছে তা মানবাধিকারের ন্যুনতম মাণদণ্ড রক্ষায় সহায়ক নয়। দেশটির উচিত খোলা চোখে ও নিরপেক্ষভাবে মানবাধিকার রক্ষার বিষয়টিতে মনযোগী হওয়া। গত ১৫ নভেম্বর ইরানে জ্বালানী তেলের দাম বাড়ানো হলে এ সিদ্ধান্তের প্রতিবাদে রাজধানী তেহরানসহ দেশের বিভিন্ন শহরের জনগণ রাস্তায় নেমে শান্তিপূর্ণ বিক্ষোভ দেখায়। কিন্তু এই বিক্ষোভকারীদের সঙ্গে মিশে গিয়ে কিছু দুস্কৃতকারী ঘরবাড়ি, ব্যাংক, বীমা, হাসপাতাল, অ্যাম্বুলেন্স ও সরকারি বাসে হামলা চালিয়ে রাষ্ট্রীয় সম্পদের অপূরণীয় ক্ষতি করে। ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় জানিয়েছে, গোলযোগ সৃষ্টির দায়ে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র একদল এজেন্টকে আটক করা হয়েছে।#
×