ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ইরানের ২ নারী বিজ্ঞানীকে খালাস দিয়েছে মার্কিন আদালত

প্রকাশিত: ০০:০৮, ১৩ ডিসেম্বর ২০১৯

ইরানের ২ নারী বিজ্ঞানীকে  খালাস দিয়েছে মার্কিন  আদালত

অনলাইন ডেস্ক ॥ আমেরিকার একটি আদালত ইরানের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগ থেকে আরো দু’জন ইরানি বিজ্ঞানীকে বেকসুর খালাস দিয়েছে। আমেরিকা সফরে গিয়ে অন্যায়ভাবে আটক হওয়া ইরানি বিজ্ঞানী ড. মাসুদ সোলেইমানি মুক্তি পেয়ে দেশে ফিরে আসার কয়েকদিনের মধ্যে আরো দুই বিজ্ঞানীর ব্যাপারে এ রায় ঘোষণা করা হলো। আমেরিকার আটলান্টা শহরের একটি ফেডারেল আদালত স্থানীয় সময় গতকাল (বৃহস্পতিবার) দুই ইরানি বিজ্ঞানী মাহবুবে কা’য়েদি ও মারিয়াম জাযায়েরির বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের আনীত অভিযোগ থেকে মুক্তি দেয়। দু’দেশের মধ্যে বন্দি বিনিময় সংক্রান্ত সমঝোতার পরিপ্রেক্ষিতে সরকারি কৌঁসুলিরা দুই নারী বিজ্ঞানীর বিরুদ্ধে আনীত ফৌজদারি অভিযোগ প্রত্যাহার করে নেয়ার পর আদালত ওই রায় দেয়। মাহবুবে কা’য়েদি ও মারিয়াম জাযায়েরি ২০১৬ সালে ইরান সফরে গিয়ে আটক হন। ইরানের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘন করে আমেরিকা থেকে গবেষণার কাজে বিভিন্ন যন্ত্রাংশ আমদানি করার অভিযোগে তাদেরকে আটক করেছিল মার্কিন নিরাপত্তা বাহিনী। এর আগে গত শনিবার একজন মার্কিন গুপ্তচরকে আমেরিকার কাছে হস্তান্তরের বিনিময়ে ড. সোলেইমানিকে দেশে ফিরিয়ে আনা হয়। ওই বিজ্ঞানী একটি গবেষণার কাজে আমেরিকা সফরে গিয়েছিলেন কিন্তু ২০১৮ সালের অক্টোবরের শেষ দিকে শিকাগো বিমানবন্দরে পৌঁছার পর তাকে আটক করা হয়। তিনি দেশে ফিরে বলেছেন, মার্কিন কারাগারে তাকে গুরুতর অপরাধীদের সঙ্গে থাকতে দেয়া হয়েছিল এবং তার সহবন্দিদের জানানো হয়েছিল তিনি একজন সন্ত্রাসী। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন শাখায় তার দেশের বিজ্ঞানীদের অভাবনীয় সাফল্য সহ্য করতে না পারে আমেরিকা ইরানি বিজ্ঞানীদের আটক রাখার মতো অমানবিক পদক্ষেপের আশ্রয় নিয়েছে।#
×