ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রীর দিল্লী সফর বাতিল

প্রকাশিত: ১২:৪১, ১৩ ডিসেম্বর ২০১৯

স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রীর দিল্লী সফর বাতিল

জনকণ্ঠ ডেস্ক ॥ পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন সফর বাতিল করার পর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালও যাচ্ছেন না ভারতে। ভারতের মেঘালয় রাজ্যের মুখ্যমন্ত্রী কনরাড সাংমার আমন্ত্রণে শুক্রবার বেলা ১১টায় সিলেটের তামাবিল হয়ে মেঘালয়ে যাওয়ার কথা ছিল স্বরাষ্ট্রমন্ত্রীর। তার আগের দিন রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু বলেন, মন্ত্রী, একজন সংসদ সদস্য, মন্ত্রীর এপিএস ও জনসংযোগ কর্মকর্তার যাওয়ার কথা ছিল। কিন্তু মন্ত্রী এখন যাবেন না। কেন এই সফর স্থগিত করা হয়েছে এই প্রশ্নের জবাবে তিনি বলেন, পরবর্তীতে ‘উপযুক্ত সময়ে’ মেঘালয় যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সফরে স্বরাষ্ট্রমন্ত্রীর মুক্তিযুদ্ধ বিষয়ক কয়েকটি অনুষ্ঠানে অংশগ্রহণের কথা ছিল বলে জানান অপু। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের আমন্ত্রণে বৃহস্পতিবার বিকেলেই নয়াদিল্লী যাওয়ার কথা ছিল তার। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় সফর বাতিলের কারণ হিসেবে বিজয় দিবস সামনে রেখে দেশে মন্ত্রীর ব্যস্ততার কথা বলা হয়েছে।
×