ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পটিয়ায় বাল্য বিয়ে বন্ধ করলেন এসিল্যান্ড

প্রকাশিত: ০৯:৩৪, ১২ ডিসেম্বর ২০১৯

 পটিয়ায় বাল্য বিয়ে বন্ধ  করলেন এসিল্যান্ড

নিজস্ব সংবাদদাতা,পটিয়া, চট্টগ্রাম ॥ চট্টগ্রামের পটিয়ায় বাল্য বিয়ে বন্ধ করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও ম্যাজিষ্ট্রেট সাব্বির রাহমান সানি। কনের পিতা আবদুল মান্নানকে দুই মাসের জেল ও দশ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার পৌরসদরের শাহচান্দ আউলিয়া মাজার গেইট এলাকায় একটি কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে। জানা যায় চন্দনাইশ উপজেলার উত্তর মুরাদাবাদ এলাকার আবদুল মান্নানের কন্যার বিয়ে পূর্ব প্রস্তুতি ও সামাজিকভাবে আত্মীয় স্বজনদের জন্য আপ্যায়নের আয়োজন করেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পটিয়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সাব্বির রহমান সানি ঘটনাস্থলে গিয়ে বিয়ের প্রস্তুতি বন্ধ করে দেন। কনে পটিয়া মোজাফরাবাদ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী। বর্তমানে তার বয়স ১৫ বছর। ১৮ বছর পূর্ণ না হওয়ায় কনের পিতা বিবাহের আয়োজন করার অপরাধে তাকে দুই মাসের জেল জরিমান প্রদান করা হয়। পটিয়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সাব্বির রহমান সানি জানান, কনের বয়স ১৮ বছর পূর্ণ না হওয়ায় এবং তার বিয়ের প্রস্তুতি নেয়ার অপরাধে কনের পিতাকে দুই মাসের কারাদন্ড ও দশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
×