ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গাফফার মাহমুদ

ছোট কাগজ ॥ লিটলম্যাগ ‘স্রোত’

প্রকাশিত: ০৯:৩০, ১৩ ডিসেম্বর ২০১৯

ছোট কাগজ ॥ লিটলম্যাগ ‘স্রোত’

সবুজপত্র রবীন্দ্র প্রতীভার সাহিত্য চিত্রণ। শিল্প-সাহিত্য সমৃদ্ধ নগর সিলেট। লিটল ম্যাগাজিন আন্দোলন প্রয়াসে ভূয়সী প্রশংসার দাবিদার কবি খালেদ উদ-দীন সম্পাদিত ‘বুনন’ উল্লেখ যোগ্য। একুশে পদক ভূষিত গণমানুষের কবি দিলওয়ার বাংলা কবিতার যুগশ্রেষ্ঠ কবি। সিলেট থেকে ‘দিলওয়ার’ নামেও অনিয়মিত কবিতাপত্র প্রকাশিত হয়। সম্প্রতি হাতে এল বদরুজ্জামান জামান সম্পাদিত সাহিত্যের ছোটকাগজ ‘স্রোত’ ষষ্ঠ সংখ্যা। সম্মানীত পাঠকদের ছোটকাগজ পাঠউপজীব্য করতেই সূচীপত্রে এনেছেন রস্বাদনের ক্রমবিন্যাস। শুরুতেই ‘লালন সাঁই ও তার ভাবদর্শন : মানবধর্ম-লোকধর্ম’ প্রবন্ধ লিখেছেন কবি-প্রাবন্ধিক আনোয়ার কামাল। মরমী সাধক লালন সাঁইয়ের ভাব দর্শন তত্ত্ব উঠে এসেছে শিল্প-নৈপুণ্যে। ধর্ম সংস্কৃতির দৈব বাণী ‘পাপ’ ঈশ্বর গর্হিত অপবিদ্যাকে নিয়ে লিখেছেন লন্ডন থেকে প্রকাশিত ইংরেজী কবিতাপত্র ‘চ।ঙ।খ’ (চড়বঃৎু ঙঁঃ খড়ঁফ) লেখক-সম্পাদক উদয় শংকর দুর্জয়। দু’টি কবিতা বিভাগে কবি ফকির ইলিয়াস, নির্ঝর নৈঃশব্দ, সুপ্তা সাবিত্রী, নীলাঞ্জনা অদিতি, রওশান ঋমু, টিপু সুলতান, সাইয়্যিদ মঞ্জু, মালেকা পারভীনের কবিতাগুলো পাঠমুগ্ধ। বারান্দায় রোদ। আরাম কেদারায় বসে পড়ছিÑ ‘সাতমহলায় চাঁদের আঁচলে ঢাকা মুখ বিরহের প্রস্তর ঠেলে জেগে আছে কতকাল, শীর্ণ শরীরে তার সজল প্রেমের ¯্রােত;’ (হেসে ওঠো জীবনের রোদে : মিলু শামস) এ যেন উৎকর্ষ কবিতা ¯্রােত! জোছনা পোড়া শিল্পোত্তীর্ণ কবিতার ¯্রােতে ভেসে যাবেন প্রিয় পাঠক। কবিতা বিন্যাসে অলংকৃত একক কবিতা লিখেছেন মাহফুজা অনন্যা, গাফফার মাহমুদ, নাহিদা আশরাফী, জব্বার আল নাঈম, সানাউল্লাহ সাগর, রুদ্র সাহাদাৎ, মুহাম্মদ এ হোসেন, এম মোসাইদ খান, তানিয়া জাবেদ, আশিকুর রহমান, সোমনাথ বেনিয়া, আহমেদ শরীফ শুভ, শিহাব শাহরিয়ার, ইমরোজ সোহেল, তোফায়েল তোফাজ্জল, মামুন সুলতান, শালাস্কো হোসেন শাহাদাত, দ্বীপ সরকার, তমিজ উদদীন লোদী, শিউল মনজুর, আমিরুল আরহাম, ফায়সাল আইয়ুব, চৌধুরী রেজাউল হায়দার, শামীমা আক্তার রুবী প্রমুখ। ছোটগল্পে মুদ্রিত ‘অস্ফুট কলির ঘ্রাণ’ দীলতাজ রহমান; ‘দিনান্তে’ গৌতম বিশ্বাস; ‘সুবর্ণচরের ইতিকথা’ শেলী সেনগুপ্তা; ‘অন্ধ ও বধির’ মোস্তাফিজুর রহমান; ‘দ্বৈরথ’ কাজী লাবণ্য; ‘একই বৃন্তে’ সাদিক আওয়াল; ‘রাহাত ভাইর বাসর রাত’ ফাহমিদা ফাম্মির গল্পগুলো ¯্রােত পাঠ প্রয়াসে ভিন্নমাত্রা বিদ্যমান। গল্পগুলো পড়ে মনে হলো ‘চিলেকোঠার সেপাই’ খ্যাত প্রখ্যাত কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াস দর্শন ‘ছোটগল্প মরে যাচ্ছে’ বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন! সমকালীন ছোটগল্প বাঁকবদল লেগেছে নতুন ¯্রােত। বিশ্বসাহিত্যের এজরা পাউন্ডের মূল কবিতা ‘চায়ের দোকান’ এবং ‘ফিলিডুলা’ কবিতা দুটি অনুবাদ করেছেন কাজী জহিরুল ইসলাম। কবিতার নন্দনবোধ প্রজ্ঞার উপলব্ধি মুন্সিয়ানার ছাপ রেখেছেন অনুবাদক জহিরুল ইসলাম। চারটি অণুকবিতায় সূচীবদ্ধ হয়েছেন তৌফিকুল ইসলাম চৌধুরী। আরও আছে ‘দুধজ্যোৎস্নায় গোপন কথার বৃষ্টি’, ‘শহুরে আলো’, এবং ‘ফেরিওয়ালা চাঁদ’ মিজান মোহাম্মদের কবিতা। যত মুখোশ তৈরি হয় মনুষ্যত্ব ততই বিলীন হয় স্মৃতিগদ্য ‘শেকড়ের আকুতি’ লিখেছেন আশরাফুল আলম। ছোটগল্পের আঙ্গিক, বয়নরীতি ক্রমশ বদলে যাচ্ছে, ‘সংশয় রেখেই শেষ হয় গল্প লেখা’ শামসুল কিবরিয়া লিখেছেন মুক্তগদ্য। পনেরোটি হাইকু লিখেছেন আবু জুবায়ের। সূচীক্রম ভ্রমণ সাহিত্য ‘আরাগঁ এলসা’র সাহিত্য সৃষ্টির নীড়ে একদিন’ নস্টালজিকগদ্য লিখেছেন মুহাম্মদ গোলাম মোরশেদ উজ্জ্বল। সমকালীন অসঙ্গতি, শিল্পের কোরাস একগুচ্ছ ছড়া লিখেছেন লোকমান আহম্মদ আপন। রয়েছে পুঁথি সাহিত্য, ‘বাবা’ শিরোনামে চমৎকার পুঁথি কবিতা সূচীত হয়েছেন কাব্য কামরুল। কালের মহাকাব্যে হারিয়ে যাওয়া সুবর্ণ পুঁথি ¯্রােত প্রকাশনার সমৃদ্ধ আয়োজন। কাগজটির সূচীবদ্ধ শেষাংশে রয়েছে ছোটকাগজ বুনন পাঠচিত্রণ। বদরুজ্জামান জামান লিখেছেন ‘বুনন : প্রসঙ্গ পঞ্চম সংখ্যা’ শীর্ষক আলোচনা। সমকালীন ছোটকাগজ সমীকরণ প্রয়াসে ‘¯্রােত’ টিকে থাকুক কালোত্তীর্ণের টইটুম্বুর জল¯্রােতে। কর্পোরেট জগতে স্বার্থসিদ্ধির অতি উৎসাহপ্রবণ হয়ে সাহিত্য-সংস্কৃতির অনেকটা ইজারা নিয়ে বসেছে। কর্পোরেট জগতের বাইরে আরও জগত আছে তা বলে আসছে ছোটকাগজ। ছোটকাগজ বৃত্তের পরিধি ততটা নয়, যতটা কর্পোরেট জগতের পরিধি। চিন্তা, দর্শন কিংবা আহ্বান পৌঁছে দিতে সীমাবদ্ধতা থাকে এসব প্রকাশনায়... ‘কাগজটির সম্পাদকীয় উদ্ধৃতির সাহসী তীরন্দাজ বচন! নির্ঝর নৈঃশব্দের নান্দনিক প্রচ্ছদ কভারে ১২৮ পৃষ্ঠার ¯্রােত প্রকাশনায় ৫৩ লেখক অন্তর্ভুক্ত হয়েছেন। ¯্রােত সাহিত্যের ছোটকাগজ, ষষ্ঠ সংখ্যা, নবেম্বর ২০১৯। বদরুজ্জামান জামান সম্পাদিত ¯্রােত সহযোগী সম্পাদক খালেদ উদ-দীন এবং শামসুল কিবরিয়া। সম্পাদকীয় যোগাযোগ প্যারিস, ফ্রান্স ও শিবগঞ্জ, সিলেট বাংলাদেশ থেকে পত্রিকাটি প্রকাশিত হয়। গ্রহণ দায় : ১০০ টাকা। অনলাইন পরিবেশক : রকমারি.কম। ছোটকাগজ লেখকÑ পাঠক হিসেবে বলবো অনিয়মিত হলেও এ ধরনের প্রকাশনা টিকে থাকুক নিজস্ব ¯্রােত চিন্তা-দর্শনে। ¯্রােত প্রকাশনার সংশ্লিষ্টদের সীমাহীন ধন্যবাদ ভালবাসা।
×