ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গাজীপুরে ডায়রিয়ায় শিশু ও নববধূসহ ৫ জনের মৃত্যু, আক্রান্ত তিন শতাধিক

প্রকাশিত: ০৯:০৫, ১২ ডিসেম্বর ২০১৯

 গাজীপুরে ডায়রিয়ায় শিশু ও নববধূসহ ৫ জনের মৃত্যু, আক্রান্ত তিন শতাধিক

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরের দু’গ্রামে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ওই দু’এলাকার শিশু ও নববধূসহ ৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও তিন শতাধিক মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। গত ৫ দিনে মহানগরীর পূর্ব চান্দনা ও কাজীবাড়ি এলাকায় এতো বিপুল সংখ্যক মানুষের ডায়রিয়ায় আক্রান্তের ঘটনা ঘটে। ডায়রিয়া আক্রান্তের ঘটনায় বৃহস্পতিবার ঢাকা রোগ নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা ওই দু’এলাকা হতে পানির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় নিয়ে গেছেন। শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. প্রণয় ভূষণ দাস জানান, বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ৯৫ জন ডায়রিয়া আক্রান্ত রোগী গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। ৮ডিসেম্বর হতে ১২ ডিসেম্বর পর্যন্ত মোট ৫ দিনে ৩০৬ জন ডায়রিয়া আক্রান্ত রোগী এ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এরমধ্যে ৮ ডিসেম্বর ২৩ জন, ৯ ডিসেম্বর ৪৪ জন, ১০ ডিসেম্বর ৭৮ জন, ১১ ডিসেম্বর ৮৬ জন এবং ১২ ডিসেম্বর (বৃহষ্পতিবার) ৭৫ জন ডায়রিয়ায় আক্রান্ত রোগী চিকিৎসার জন্য এ হাসপাতালে আসেন। এছাড়াও স্থানীয় বিভিন্ন বেসরকারী হাসপাতাল ও ক্লিনিকে ডায়রিয়ায় আক্রান্ত আরো রোগী চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে। এলাকাবাসী জানায়, গত রবিবার গাজীপুর মহানগরের কাজী বাড়ি এলাকার মোস্তফার বাড়ির ভাড়াটিয়া মোজাম্মেল হকের নববধূ (স্ত্রী) কামরুন নাহার (২০) ডায়রিয়ায় আক্রান্ত হন। তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন সোমবার ভোর ৪টায় মারা যান। গত আট মাস আগে তার বিয়ে হয়েছিল। এছাড়াও একই এলাকার আবুল হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন ময়মনসিংহ জেলার হোসেনপুর থানার বাঘমারা গ্রামের আঃ জব্বার ওরফে খেজু মিয়া (৭০)। তিনি গত সোমবার ডায়রিয়ায় আক্রান্ত হন। তাকে হাসপাতালে নেয়ার আগেই তিনি মারা যান। মহানগরীর পূর্ব চান্দনা এলাকার হাছেন আলী জানান, গত সোমবার তার শ্যালক আলী আকবরের স্ত্রী সুমা (৩০) ডায়রিয়ায় আক্রান্ত হন। সন্ধ্যায় তাকে ঢাকার কলেরা (আইসিডিডিআরবি) হাসপাতালে নেয়ার পথে রাত আটটার দিকে মারা যান। এছাড়াও একইদিন একই এলাকার সাত্তার বাবুর্চির বাড়ির ভাড়াটিয়া আঃ সালাম (৫৫) ডায়রিয়ায় আক্রান্ত হলে তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। কিন্তু তার অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে ঢাকা কলেরা হাসপাতালে নেয়ার পথে সালাম মারা যান। তার গ্রামের বাড়ি ময়মনসিংহে। একই এলাকার বাতেনের বাড়ির ভাড়াটিয়া মঞ্জু মিয়ার দুই ছেলে নাহীন (৪মাস) ও ফাহিম (দেড় বছর) মঙ্গলবার বিকালে ডায়রিয়ায় আক্রান্ত হয়। তাদেরকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় নাহীন মারা যায়। বড় ছেলে ফাহিম ঢাকা কলেরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গাজীপুরের সিভিল সার্জন ডা. মোঃ খায়রুজ্জামান জানান, গাজীপুরের দু’এলাকায় ডায়রিয়ায় শতাধিক লোকের আক্রান্তের সংবাদের প্রেক্ষিতে বৃহষ্পতিবার ঢাকা রোগ নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডাঃ দেবাশীষ সাহার নেতৃত্বে চিকিৎসকসহ ছয় সদস্যের একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা বেশ কয়েকটি স্থান থেকে পানির নমুনা নিয়ে গেছেন। সংগ্রহকৃত পানির নমুনাগুলো পরীক্ষার জন্য ঢাকায় আইসিডিডিআরবিতে পাঠানো হবে। তিনি আরো জানান, যে দুটি এলাকায় এ ডায়রিয়ার প্রাদুর্ভাব হয়েছে সে এলাকায় স্বাস্থ্য সচেতনতামূলক লিফলেট, পানি বিশুদ্ধকরণের পাঁচ হাজার পিস ট্যাবলেট ও খাবার স্যালাইন পাঠানো হয়েছে। স্যুয়ারেজের লাইন পানির লাইনের সঙ্গে মিশে গিয়ে ডায়রিয়ায় আক্রান্তের ঘটনা ঘটে থাকতে পারে। তবে স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চারজন মারা গেছে। গাজীপুর সিটি কর্পোরেশনের সহকারি প্রকৌশলী (পানি) মোঃ নজরুল ইসলাম জানান, ৪ দিন ধরে ওই দুটি এলাকায় পানি সরবরাহ লাইন পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। বৃহস্পতিবার পর্যন্ত পানি সরবরাহ লাইনে ত্রুটি পাওয়া যায়নি। পানির মেইন লাইন থেকে সরবরাহ লাইনের পানিতে ব্লিসিং পাউডার দেয়া হচ্ছে। ইতোমধ্যে পানি সরবরাহের পাইপগুলো পরিস্কার করা হয়েছে। তবে পানির লাইনে কোন ত্রুটি আছে কি-না তা পরীক্ষা-নিরীক্ষা অব্যাহত আছে।
×