ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘বিদেশগামীদের জন্য চালু হচ্ছে প্রবাসী কর্মী বিমা’

প্রকাশিত: ০৭:১৭, ১২ ডিসেম্বর ২০১৯

 ‘বিদেশগামীদের জন্য চালু হচ্ছে প্রবাসী কর্মী বিমা’

অর্থনৈতিক রিপোর্টার ॥ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, বিদেশগামী বাংলাদেশিদের জন্য বাধ্যতামূলক ‘প্রবাসী কর্মী বিমা’ চালু করতে যাচ্ছে সরকার। প্রবাসী দিবসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সংক্রান্ত একটি প্রিমিয়াম হস্তান্তরের মধ্য দিয়ে প্রকল্পটি উদ্বোধন করবেন। তিনি বলেন, এলক্ষ্যে গত বুধবার আর্নার্স কল্যাণ বোর্ড ও জীবন বীমা করপোরেশনের মধ্যে চুক্তি সই হয়েছে। পাইলটিং প্রজেক্ট হিসেবে এক বছরের জন্য জীবন বীমা করপোরেশনের সঙ্গে চুক্তি করা হয়েছে। এক বছর পর পর্যালোচনা করে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত চুক্তি সই অনুষ্ঠানে তিনি এ কথা জানান। চুক্তি সই করেন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক কাজী মুহাম্মদ জুলহাস ও জীবন বীমা করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মাহফুজুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অর্থিক প্রবিধান বিভাগের সিনিয়র সচিব আসাদুল ইসলাম, জীবন বীমা করপোরেশনের চেয়ারম্যান শেলীনা আফরোজা। এসময় প্রবাসী কল্যাণ সচিব সেলিম রেজা, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়সহ রিক্রুটিং এজেন্সি বায়রা, জীবন বীমা করপোরেশন এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। মন্ত্রী ইমরান আহমদ বলেন, বিদেশগামী বাংলাদেশি কর্মীদের জন্য এই বিমা বাধ্যতামূলক করা হয়েছে। একটু দেরিতে হলেও আমরা প্রবাসীদের জন্য কিছু করতে পেরেছি। এটাই আমাদের স্বার্থকতা। আমরা প্রথমে পাইলট প্রকল্প দিয়ে শুরু করেছি। আশা করছি প্রবাসীক র্মীদের কাছ থেকে আরও বেশি সাড়া পাবো। তখন ব্যাপক আকারে করা হবে। প্রবাসী কল্যাণ সচিব সেলিম রেজা বলেন, জীবন বীমা করপোরেশন কর্তৃক বিদেশগামী কর্মীদের জন্য দু’টি পরিকল্পনা রাখা হয়েছে। তারা যেকোনো একটি গ্রহণ করতে পারবেন। প্রিমিয়ামের পরিমাণ যাই হোক না কেন, প্রত্যেক বিদেশগামী কর্মীকে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে সর্বোচ্চ ৫০০ টাকা প্রিমিয়াম প্রদান করা হবে। বাকি প্রিমিয়াম কর্মী নিজে বহন করবে। পরিকল্প-১’র আওতায় বিমার পরিমাণ দুই লাখ টাকা রাখা হয়েছে। বিমার মেয়াদ হবে দুই বছর এবং বয়সসীমা ১৮ থেকে ৫৮ বছর। এককালীন প্রিমিয়াম ধরা হয়েছে ৯৯০ টাকা। এর মধ্যে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে দেওয়া হবে ৫০০ টাকা এবং কর্মীকে বহন করতে হবে ৪৯০ টাকা। পরিকল্প-২’র আওতায় বীমার পরিমাণ পাঁচ লাখ টাকা করা হয়েছে। এক্ষেত্রেও বিমার মেয়াদ ও বয়সসীমা একই, অর্থাৎ দুই বছর এবং ১৮ থেকে ৫৮ বছর রাখা হয়েছে। এক্ষেত্রে এককালীন প্রিমিয়াম ধরা হয়েছে দুই হাজার ৪৭৫ টাকা। এক্ষেত্রে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে এককালীন প্রিমিয়াম বাবদ দেওয়া হবে ৫০০ টাকা। অবশিষ্ট অর্থ কর্মীকে বহন করতে হবে।
×