ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

লৌহজংয়ে নির্মাণাধীন থানার ভবনের বারান্দা ধসে নিহত ১, আহত ৩

প্রকাশিত: ০৭:০৮, ১২ ডিসেম্বর ২০১৯

 লৌহজংয়ে নির্মাণাধীন থানার ভবনের বারান্দা ধসে নিহত ১, আহত ৩

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জ নির্মাণাধীন লৌহজং থানা ভবনের বারান্দার ঢালাই কাজ চলার সময় ধসে বৃহ¯পতিবার দুপুর ২ টার দিকে ১ জন চাপা পড়ে নিহত হয়েছেন। নিহতের নাম মন্নাফ হোসেন (১৭)। সে নাটোর জেলার সিঙড়া উপজেলার কৈ গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। ১ ভাই ২ বোনের মধ্যে মন্নাফ মেজো। এ ঘটনায় অন্তত ৩ জন আহত হয়েছেন। আহতরা হচ্ছেন- রাকিব (২২), হাসান (১৮) ও সিহাব (১৮)। লৌহজং থানার ওসি আলমগীর হোসাইন জানান, আহতের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এরা সবাই একই এলাকার বাসিন্দা ও সম্পর্কে আত্মীয়। আহত হাসান জানান, তিনি ও মৃত মন্নাফ ঢালাই চলাকালে বারান্দার নিচে ছিলেন এবং উপরে ছিলেন ১০ জন। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ওসি আরও জানান, পদ্মার ভাঙ্গনে লৌহজং উপজেলা সদরের পুরনো থানা ভবন দীর্ঘ কয়েক বছর আগে বিলিন হয়ে যায়। পরে নতুনভাবে মালিরঅঙ্ক এলাকায় গণপূর্ত বিভাগ থানা ভবন নির্মাণ করছে। আর বর্তমানে ঘোরাদৌড়স্থ পুরনো উপজেলা কমপ্লেক্সে থানার কর্মকান্ড চলছে বেশ কয়েক বছর ধরে। ওসি আরও জানান, আমাদের নতুন থানা ৪ তলা ভবনের কাজ প্রায় শেষ। প্রথম তলার সামনে একটি ঝুল বারান্দার ঢালাই ছিল। সেই ঢালাইয়ের স্থানে পিলার ভেঙ্গে গেলে হটাৎ ঢালাইসহ শ্রমিকরা নিচে পরে যায়। এসময় এক শ্রমিক তার নিচে চাঁপা পরে। পরবর্তীতে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিস ও পুলিশ যৌথভাবে তাকে উদ্ধার করেছে।
×