ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফল বাতিল

প্রকাশিত: ০৫:৪৫, ১২ ডিসেম্বর ২০১৯

 পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফল বাতিল

অনলাইন রিপোর্টার ॥ বিজয় দিবসের ব্যস্ততার কারণ দেখিয়ে ভারত সফর বাতিল করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনে। আজ বৃহস্পতিবার বিকেলে তিনদিনের সফরে তার ভারত যাবার কথা ছিল। দ্য ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওরা) সম্মেলনে যোগ দিতে পররাষ্ট্রমন্ত্রীর তিনদিনের সফরসূচি নির্ধারণ হয়। সম্মেলনের ফাঁকে নয়া দিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয় শঙ্করের সঙ্গেও বৈঠক হওয়ার কথা ছিল আব্দুল মোমেনের। দুই মন্ত্রীর বৈঠকে এনআরসি (ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের জাতীয় নাগরিক পঞ্জি), সামরিক সরঞ্জাম ক্রয়, সমুদ্রসীমায় রাডার স্থাপন এসব বিষয় আলোচনার এজেন্ডা ছিল। তবে এ সফর বাতিল হলেও নতুন বছরের শুরুতেই মন্ত্রী এ কে আব্দুল মোমেন ভারত সফর করবেন বলে পররাষ্ট্রমন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।
×