ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চাঁপাইনবাবগঞ্জে জেএমবির ৫ জন সক্রিয় সদস্য গ্রেফতার

প্রকাশিত: ০৫:৪৩, ১২ ডিসেম্বর ২০১৯

  চাঁপাইনবাবগঞ্জে জেএমবির ৫ জন সক্রিয় সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ লিফলেট ও বইসহ জামায়াতুল মোজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর ০৫ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। বুধবার দিবাগত রাত ১ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন চাকলা এলাকায় অভিযান পরিচালনা করে উগ্রবাদী বই, লিফলেট ও অন্যান্য আলামতসহ সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন জামায়াতুল মোজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর ০৫ জন সক্রিয় সদস্যকে করা হয়। র্যাব ৫ রাজশাহী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনায় সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন জামায়াতুল মোজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর কতিপয় সদস্য চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন চাকলা এলাকায় জেএমবি এর কার্যকলাপ জোরদার ও নাশকতার পরিকল্পনাসহ গোপন বৈঠকে মিলিত হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন চাকলা এলাকায় বেশ কয়েকজন জামায়াতুল মোজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর সদস্য রাষ্ট্রের বিরুদ্ধে নাশকতামূলক কর্মকান্ড পরিকল্পনা ও গোপন বৈঠকরত অবস্থায় জেএমবি এর সদস্য মর্জেম হোসেন ওরফে মোয়াজ্জেম (৩২), রবিউল ইসলাম (৩৫), সেলিম রেজা (৩৭), মাহিদুর রহমান (৫২), ফাহাদ হোসেনকে (২৯) গ্রেফতার করা হয়। তবে বাকীরা অন্ধকারে পালিয়ে যায়।
×