ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে ৪০ জন নাগরিক পাচ্ছে নতুন ঘর

প্রকাশিত: ০৫:৪৩, ১২ ডিসেম্বর ২০১৯

  চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে ৪০ জন নাগরিক পাচ্ছে নতুন ঘর

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ চাঁপাইনবাবগঞ্জে নাগরিক সেবা প্রদানে মান ও গতি বৃদ্ধির লক্ষ্যে প্রতি সপ্তাহের ন্যায় আজ বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন, জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক। এ সময় উপস্থিত ছিলেন, এনডিসি খাদিজা বেগমসহ অন্য কর্মকর্তাবৃন্দ। এবার ৪ জনকে ১৮ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। ৪০ জনকে আবাসন নিশ্চিত করতে উদ্যোগ গ্রহণ করে জেলা প্রশাসন। এ ছাড়াও বেশ কয়েকজনকে চিকিৎসার জন্য সিভিল সার্জন অফিসে প্রেরণ করা হয়। শতাধিক পরিবারকে টিনের জন্য আবেদন এর ব্যবস্থা করা হয়। বিবধা, প্রতিবন্ধীদের জন্য করা হয় ভাতার ব্যবস্থা। প্রতিসপ্তাহে নাগরিকদের সেবা প্রদানের লক্ষো জেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাধুবাদ জানিয়েছেন সূধীমহল। প্রায় ৩০০ জন সেবাপ্রার্থী গণশুনানীতে অংশগ্রহণ করেন।
×