ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

৭০ বছর পর পরিবর্তন হচ্ছে কলেজের নাম

প্রকাশিত: ০৪:২৮, ১২ ডিসেম্বর ২০১৯

  ৭০ বছর পর পরিবর্তন হচ্ছে কলেজের নাম

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর ॥ মাদারীপুরে ৭০ বছর পর পরিবর্তন হচ্ছে ভাষা আন্দোলনে বিরোধিতাকারী খাজা নাজিসউদ্দিনের নামে প্রতিষ্ঠিত কলেজের নাম। সাবেক নৌপরিবহন মন্ত্রী ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি শাজাহান খান এমপি‘র সরকারী পত্রে মাদারীপুর ‘সরকারী নাজিমউদ্দিন কলেজ’-এর নাম পরিবর্তনের একটি চিঠি প্রধানমন্ত্রীর বরাবরে দাখিল করা হয়। প্রধানমন্ত্রী ওই পত্রের প্রেক্ষিতে মাদারীপুর ‘সরকারী নাজিমউদ্দিন কলেজ’র নাম পরিবর্তন করে ‘মাদারীপুর সরকারী কলেজ’ করার জন্য অনুমোদন দিয়েছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক-৭ মো. রফিকুল আলম শিক্ষা মন্ত্রনালয়ের সিনিয়র সচিবকে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য ২ ডিসেম্বর এর ৫৩৯ নম্বর স্মারকে আবহিত করেছেন। বিতর্কিত ব্যক্তির নামে থাকা কলেজের নাম পরিবর্তন করে ‘মাদারীপুর সরকারী কলেজ’ করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন মাদারীপুরর ভাষা সৈনিক পরিবারবর্গ, শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, মুক্তিযোদ্ধা, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও কলেজের সাবেক শিক্ষার্থীরা। বাঙালি ও বাংলা ভাষার বিরুদ্ধে চক্রান্তকারী খাজা নাজিমউদিনের প্রেতাত্মা ৭০ বছর ধরে মাদারীপুরের মাটিতে দাঁড়িয়ে ছিলো। যে মাটি একদিন আন্দোলন-সংগ্রামের ঘাঁটির জন্য খ্যাত ছিলো “চিতোর অব বেঙ্গল” নামে। সেই মাটিতে দীর্ঘ ৭০ বছর ধরে মাথা উচু করে দাঁড়িয়ে থাকা বিতর্কিত ব্যক্তির নামে “সরকারী নাজিমউদ্দিন কলেজ”। বর্তমান শেখ হাসিনা সরকার স্বাধীনতা বিরোধী ও বিতর্কিত ব্যক্তিদের নামে নামকরণকৃত একাধিক সড়ক এবং স্থাপনার নাম পরিবর্তন করে দেশপ্রেমিকদের নামে নামকরণ করেছেন। কিন্তু মাদারীপুর সরকারী নাজিমউদ্দিন কলেজের নাম দীর্ঘ দিনেও পরিবর্তন করা হয়নি। এতে ক্ষুব্ধ হয়ে ওঠে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ বিভিন্ন রাজনৈতিক সংগঠন, কবি সাহিত্যিক, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ নানা শ্রেণিপেশার মানুষ। বর্তমান শেখ হাসিনা সরকার ২০১৭ সালের ১৬ জানুয়ারি ৪৬.০০.০০০০.০৬৩.৩১.০০১.১১-৬৯ নং স্মারকের মাধ্যমে দেশব্যাপি একটি পত্র জারি করেন। পত্রে বলা হয় স্বাধীনতা বিরোধী ও বিতর্কিত ব্যক্তিদের নামে নামকরণকৃত সড়ক এবং অন্য কোনো স্থাপনার নাম থাকলে তা পরীক্ষান্তে পরিবর্তন করে দেশপ্রেমিক কবি-সাহিত্যিক, স্থানীয় শহীদ ও জীবিত মুক্তিযোদ্ধা এবং দেশপ্রেমিক গণ্যমান্য ব্যক্তি ও রাজনীতিবিদদের নামে নামকরণ করার। ওই পত্রটি ইস্যু করেন মো: আবদুর রউফ মিয়া, উপ-সচিব, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়। এর আলোকে ইতোমধ্যে স্বাধীনতা বিরোধী ও বিতর্কিত বেশ কিছু ব্যক্তির নামে নামকরণকৃত সড়ক ও স্থাপনার নাম পরিবর্তন করে দেশপ্রেমিকদের নামে করা হয়েছে। সরকারী নাজিমউদ্দিন কলেজের নাম পরিবর্তন না হওয়ায় বিভিন্ন সময় আন্দোলনে নামে আওয়ামী লীগ, ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ যুব মৈত্রী, ছাত্র মৈত্রীসহ বিভিন্ন রাজনৈতিক দল, সাংবাদিক, মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক সংগঠন ও নানা শ্রেণিপেশার মানুষ। কলেজের নাম পরিবর্তনে ভূমিকা রাখার শাজাহান খান এমপিকেও অভিনন্দন জানিয়েছেন জেলাবাসী।
×