ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইলিশ কিনলেই পেঁয়াজ ফ্রি

প্রকাশিত: ১১:৩৪, ১২ ডিসেম্বর ২০১৯

ইলিশ কিনলেই পেঁয়াজ ফ্রি

ভারত ও বাংলাদেশের মানুষ পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন। দুদেশেই লাফিয়ে লাফিয়ে দাম বাড়ছে পেঁয়াজের। ফলে রান্নার সবচেয়ে প্রয়োজনীয় এই উপকরণটি কিনতে হিমশিম খেতে হচ্ছে মধ্যবিত্ত আর নিম্নশ্রেণীর মানুষদের। তবে ব্যবসায়ীরা লাভের জন্য নতুন নতুন উপায় বের করছেন। এর আগে ভারতের কিছু জায়গায় একটি মোবাইল কিনলে এক কেজি পেঁয়াজ ফ্রি দেয়া হয়েছে আবার কোথাও এক ব্যাগ রক্তের বিনিময়ে এক কেজি পেঁয়াজ দেয়া হয়েছে। এবার কলকাতার এক ব্যবসায়ী নতুন উপায় সামনে আনলেন। পেঁয়াজের অগ্নিমূল্যই এখন তার হাতিয়ার। বোর্ড টাঙ্গিয়ে তিনি অভিনব বিজ্ঞাপন দিয়ে জানিয়েছেন যে, একটা পদ্মার ইলিশ কিনলেই এক কেজি পেঁয়াজ একেবারে বিনামূল্যে দেয়া হবে। দিনে গড়ে মাত্র দুই থেকে তিনটি পদ্মার ইলিশ বিক্রি করতে পারেন কলকাতার চারু মার্কেটের ব্যবসায়ী বাবু বর। ইলিশ বিক্রি বাড়াতে তার ওই বিজ্ঞাপনেই কাজ হয়েছে। এক ধাক্কায় বিক্রি বেড়ে গেছে কয়েকগুণ। পেঁয়াজের টানেই বহু মানুষ তার দোকানে যাচ্ছেন। ১৩শ’ রুপীর এক কেজি ইলিশ আগের চেয়ে অনেক বেশি বিক্রি হচ্ছে। -এনডিটিভি
×