ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রোহিঙ্গাদের এনআইডি

চট্টগ্রামে ৮ ইসি কর্মীর বিরুদ্ধে দুদকের মামলা

প্রকাশিত: ১১:২৫, ১২ ডিসেম্বর ২০১৯

চট্টগ্রামে ৮ ইসি কর্মীর বিরুদ্ধে দুদকের মামলা

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদান করে প্রায় সোয়া কোটি টাকা দুর্নীতির অভিযোগে চট্টগ্রাম সিনিয়র জেলা নির্বাচন কার্যালয়ের ৮ কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক জাফর সাদেক শিবলী বাদী হয়ে এ মামলা দায়ের করেন। আগেই গ্রেফতার এ আসামিদের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ মেলায় এ মামলা দায়ের করা হয়।
×