ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

হাইকোর্টের রুল

দুর্ঘটনায় নিহত ৮ জনের তিন পরিবারকে ৪ কোটি টাকা ক্ষতিপূরণ কেন নয়

প্রকাশিত: ১১:২৫, ১২ ডিসেম্বর ২০১৯

দুর্ঘটনায় নিহত ৮ জনের তিন পরিবারকে ৪ কোটি টাকা ক্ষতিপূরণ কেন নয়

স্টাফ রিপোর্টার ॥ কুমিল্লায় বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত আটজনের তিন পরিবারকে ৪ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। অন্যদিকে আরব বাংলাদেশ ব্যাংক লিমিটেডের ৮৮ কোটি ৬৯ লাখ ৯৯ হাজার টাকা আত্মসাত, এবি ব্যাংক পোর্ট কানেকটিং রোড শাখা, চট্টগ্রামের ম্যানেজার ও এসভিপি মোঃ নাজিম উদ্দিনের জামিন কেন বাতিল করা হবে না, সেই মর্মে রুল দিয়েছে হাইকোর্ট। বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চগুলো এ আদেশ প্রদান করেছে। কুমিল্লায় বাস দুর্ঘটনায় তিন পরিবারকে ৪ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
×