ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাময়িক বরখাস্ত ডিআইজি প্রিজন পার্থ গোপালের অবস্থা জানতে চেয়েছে হাইকোর্ট

প্রকাশিত: ১১:২৪, ১২ ডিসেম্বর ২০১৯

সাময়িক বরখাস্ত ডিআইজি প্রিজন পার্থ গোপালের অবস্থা জানতে চেয়েছে হাইকোর্ট

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর ভূতের গলির ফ্ল্যাট থেকে ৮০ লাখ টাকা জব্দের ঘটনায় সিলেটের সাময়িক বরখাস্ত হওয়া কারা উপ-মহাপরিদর্শক ডিআইজি প্রিজন পার্থ গোপাল বণিকের দুর্নীতির মামলার তদন্তের সর্বশেষ অবস্থা কী তা জানতে চেয়েছে হাইকোর্ট। আগামী ৩০ জানুয়ারি এ বিষয়ে আদালতকে জানাতে বলা হয়েছে। অন্যদিকে বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী অন্তর্ভুক্তির পরীক্ষায় উত্তীর্ণ না হয়েও এক আইনজীবীকে সরাসরি হাইকোর্টের আইনজীবী দেখিয়ে প্রজ্ঞাপন প্রকাশের বৈধতা চ্যালেঞ্জ রিট শুনতে তৃতীয় দফায় বিব্রত হয়েছে হাইকোর্ট। এদিকে মিথ্যা অপবাদ দিয়ে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুই সন্তানের জননীর মাথার চুল বঁটি দিয়ে কেটে দেয়ার ঘটনায় এখনও চার আসামি গ্রেফতার না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেছে হাইকোর্ট। বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চগুলো এ আদেশ প্রদান করেছে।
×