ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মনিরা বেগম

জটিল রোগ সৃষ্টি

প্রকাশিত: ০৮:৫৯, ১২ ডিসেম্বর ২০১৯

জটিল রোগ সৃষ্টি

পৃথিবীতে মানুষের সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকার জন্য বিশুদ্ধ বায়ু জন্মগত অধিকার। মানব সৃষ্ট বায়ু দূষণ বিভিন্ন কারণে হয়ে থাকে। মানবসৃষ্ট বায়ুদূষণ সরকার চেষ্টা করলে বন্ধ করতে পারে । বায়ুদূষণের মাত্রা বা ভয়াবহতা অনুযায়ী মানুষের মৃত্যু অথবা মারাত্মক রোগ সৃষ্টি হয়। সুস্থ জীবনের জন্য প্রতিটি মানুষের শক্তি সামর্থ্য অনুযায়ী বায়ুদূষণ বন্ধ করা কর্তব্য। মানুষের বিভিন্ন রকমের প্রয়োজনে কল-কারখানা, রাস্তা, ইটের ভাটা ইত্যাদি তৈরি করতে হয়। কিছু অসৎ মানুষ আছে তারা কল-কারখানা তৈরি করার নিয়ম না মেনে অবৈধভাবে কল-কারখানা স্থাপন করে বায়ুদূষণ করে মানুষের মারাত্মক ক্ষতি করছে। এই কল কারখানার বিষাক্ত ধোঁয়া বা গন্ধযুক্ত দূষিত বায়ু নির্গত হওয়ার কারণে কল কারখানার পার্শ্ববর্তী বাড়ির মানুষের নিঃশ্বাস নিতে কষ্ট হয়ে থাকে এবং বছরের পর বছর ধরে ধীরে ধীরে সেই সকল মানুষের ফুসফুস রোগাক্রান্ত হয়ে পড়ে। তুলা দিয়ে সুতা তৈরি করা কল-কারখানার তুলার ধুলামিশ্রিত বায়ুনির্গত হওয়ার কারণে কারখানার পার্শ্ববর্তী বাড়ির মানুষের ধীরে ধীরে শ্বাসনালীতে বা ফুসফুসের বিভিন্ন জটিল রোগ সৃষ্টি হয়ে থাকে। যানবাহনের নির্গত বিষাক্ত কালো ধোঁয়া বন্ধ করতে হবে। কোন ব্যক্তি জেনে শুনে ইচ্ছাকৃতভাবে কল-কারখানার তুলার ধুলা, বিষাক্ত কালো ধোঁয়া, গন্ধযুক্ত বায়ু নির্গত করা হলে, ইসলাম ধর্মের সঠিক বিধান অনুসারে সেই ব্যক্তির ইমান থাকবে না। আর ইমান না থাকা অবস্থায় কোন মানুষের মৃত্যু হলে চিরকাল জাহান্নামে থাকতে হবে। অতএব, মানুষের সুস্থ জীবনের জন্য এবং পরিবেশ দূষণমুক্ত রাখতে হলে নিয়ম মেনে কল কারখানা তৈরি করতে হবে। জেনে শুনে নিয়ম না মেনে কলকারখানা, ইটের ভাটা ইত্যাদি স্থাপন করা হলে, অপরাধের পরিমাণ অনুযায়ী বিচার করতে হবে। নরসিংদী সদর থেকে
×