ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পিপলসের চেয়ারম্যান, এমডিসহ ৩০ জনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা

প্রকাশিত: ০৮:৫২, ১১ ডিসেম্বর ২০১৯

পিপলসের চেয়ারম্যান, এমডিসহ ৩০ জনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা

অর্থনৈতিক রিপোর্টার ॥ পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের (পিএলএফসিএল) সাবেক চেয়ারম্যানসহ ৩০ জনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা ও তাদের পাসপোর্ট জব্দ করার নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। এর মধ্যে রয়েছেন চেয়ারম্যান, দুইজন ব্যবস্থাপনা পরিচালক (এমডি), ১৮ জন পরিচালক এবং ৯ জন কর্মকর্তা। প্রতিষ্ঠানটির চেয়ারম্যানসহ ২১ পরিচালক ২০১৫ সাল থেকে পিপলসের পরিচালনা পর্ষদে ছিলেন। অন্যদিকে, ৯ জন কর্মকর্তা বিভিন্ন সময়ে উর্ধ্বতন পদে পিপলস লিজিংয়ে কর্মরত ছিলেন। পিপলস লিজিংয়ের বাংলাদেশ ব্যাংকের আইনজীবি ব্যারিষ্টার মেজবাহুর রহমান বলেন, পিপলসের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, পরিচালক ও কর্মকর্তাসহ ৩০ জনের দেশ ত্যাগের বিষয়ে উচ্চ আদালত নিষেধাজ্ঞা জারি করেছেন। একইসঙ্গে আদালত তাদের পাসপোর্ট জব্দ করারও নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, বিচারপতি খুরশিদ আলমের একক বেঞ্চ গত ৩ ডিসেম্বর শুনানি শেষে ৫ ডিসেম্বর আদেশ দেন। তিনি আরো বলেন, নিষেধাজ্ঞা দেওয়া ৩০ জনের মধ্যে ১১ জনের আগে থেকেই ব্যাংক হিসাব জব্দ ছিল। এখন ওই ১১ জনের ব্যাংক হিসাব জব্দের পাশাপাশি তাদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা এবং পাসপোর্ট জব্দ করারও নির্দেশ দেওয়া হয়েছে। বাকি ১৯ জনের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা এবং পাসপোর্ট জব্দ করার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থ্যাৎ ৩০ জনের প্রত্যেকেরই বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা এবং পাসপোর্ট জব্দ করার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) ও পিপলস লিজিংয়ের অবসায়ক মোহাম্মদ আসাদুজ্জামান খানও ৩০ জনের দেশত্যাগ ও পাসপোর্ট জব্দ করার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বিচারপতি খুরশিদ আলমের একক বেঞ্চ এই আদেশ দিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের আইনজীবির মাধ্যমে বিষয়টি নিশ্চিত হয়েছি। তবে আদেশের কপি এখনো হাতে আসেনি। দুয়েকদিনের মধ্যে আশা করছি আদেশের কপি পাবো। আদেশের কপি পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
×