ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ইউক্রেন-রাশিয়া সীমান্তে যুদ্ধ শুরু হয়ে যেতে পারে ॥ পুতিনের হুঁশিয়ারি

প্রকাশিত: ২৩:২০, ১১ ডিসেম্বর ২০১৯

ইউক্রেন-রাশিয়া সীমান্তে যুদ্ধ শুরু হয়ে যেতে পারে ॥ পুতিনের হুঁশিয়ারি

অনলাইন ডেস্ক ॥ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনের সেনাবাহিনী যদি রুশ সীমান্তবর্তী বিচ্ছিন্নতাবাদী এলাকাগুলোর নিয়ন্ত্রণ গ্রহণ করতে যায় তাহলে ব্যাপক হত্যাযজ্ঞ শুরু হয়ে যাবে। তিনি মঙ্গলবার ফ্রান্স সফর শেষে মস্কো ফিরে এক বক্তব্যে বলেন, রাশিয়ার সীমান্তবর্তী রুশ ভাষাভাষি এলাকাগুলো বর্তমানে রুশপন্থি গেরিলারা নিয়ন্ত্রণ করছে। কিন্তু ইউক্রেনের সেনাবাহিনী যদি বলপূর্বক ওইসব এলাকার নিয়ন্ত্রণ গ্রহণ করতে চায় তাহলে সেব্রেনিৎসার মতো গণহত্যা সংঘটিত হতে পারে। বলকান যুদ্ধের সময় ১৯৯৫ সালে বর্বর সার্ব বাহিনী সেব্রেনিৎসা শহরে বসনিয় মুসলিমদেরে ওপর যে ভয়াবহ গণহত্যা চালিয়েছিল সেটি সেব্রেনিৎসা গণহত্যা নামে পরিচিত। ওই ঘটনায় আট হাজার বসনিয় মুসলিম পুরুষ ও বালককে হত্যা করা হয়। পুতিন এমন সময় এ হুঁশিয়ারি উচ্চারণ করলেন যখন ফ্রান্সে এক চতুর্পক্ষীয় শীর্ষ সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি’র সঙ্গে তার সাক্ষাতের জের ধরে ইউক্রেন-রাশিয়া সীমান্তে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি ঘোষণা করা হয়।পুতিন ও জেলেনস্কি চলতি বছরের শেষ নাগাদ এ যুদ্ধবিরতি কার্যকর করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
×