ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ইরানের পরমাণু সমঝোতা রক্ষায় সবকিছু করবে রাশিয়া ॥ ল্যাভরভ

প্রকাশিত: ২৩:১৫, ১১ ডিসেম্বর ২০১৯

ইরানের পরমাণু সমঝোতা রক্ষায় সবকিছু করবে রাশিয়া ॥ ল্যাভরভ

অনলাইন ডেস্ক ॥ আমেরিকা সফররত রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, পাশ্চাত্যের সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা অবশ্যই রক্ষা করতে হবে। সম্প্রতি তিনি ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও’র সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান। ল্যাভরভ বলেন, এই আন্তর্জাতিক চুক্তি রক্ষা করার জন্য জন্য রাশিয়া তার পক্ষে যা যা করা সম্ভব তার সব কিছু করবে। আন্তর্জাতিক আইন ও চুক্তি লঙ্ঘন করে আমেরিকা ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর এটির ভবিষ্যত যখন অনিশ্চিত হয়ে পড়েছে তখন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী এ বক্তব্য দিলেন। আমেরিকা ২০১৮ সালের ৮ মে ইরানের পরমাণু সমঝোতা থেকে একতরফাভাবে বেরিয়ে গিয়ে তেহরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। সে সময় ওই সমঝোতায় স্বাক্ষরকারী তিন ইউরোপীয় দেশ ফ্রান্স, জার্মানি ও ব্রিটেন এবং ইউরোপীয় ইউনিয়ন ইরানকে পরমাণু সমঝোতায় অটল থাকার আহ্বান জানিয়ে ঘোষণা দেয়, তারা আমেরিকাকে ছাড়াই এ সমঝোতায় ইরানকে যেসব আর্থিক সুবিধা দেয়ার কথা ছিল তা বাস্তবায়ন করবে। কিন্তু এক বছরেও ইইউ তাদের প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হওয়ার পর ২০১৯ সালের ৮ মে ইরান আগে থেকে ঘোষণা দিয়ে পরমাণু সমঝোতার কিছু ধারার বাস্তবায়ন স্থগিত রাখে।পরবর্তীতে আরো তিন দফা একই কাজ করেছে তেহরান। আগামী ৮ জানুয়ারি ইরানের পক্ষ থেকে পঞ্চম দফা প্রতিশ্রুতি বাস্তবায়ন স্থগিত রাখার পদক্ষেপ নেয়া হবে বলে ঘোষণা করা হয়েছে।
×