ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কেউ আমাদের বঞ্চিত করার অধিকার রাখে না ॥ কামাল

প্রকাশিত: ১১:৩৮, ১১ ডিসেম্বর ২০১৯

কেউ আমাদের বঞ্চিত করার অধিকার রাখে না ॥ কামাল

স্টাফ রিপোর্টার ॥ ক্ষমতাসীনদের ইঙ্গিত করে গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষনেতা কামাল হোসেন বলেছেন, যারা মৌলিক অধিকার থেকে জনগণকে বঞ্চিত করছে, তারা ‘ডাকাত’। ‘ডাকাত’ বলার কারণে রোষের মুখে পড়ার জন্য প্রস্তুত আছেন জানিয়ে ক্ষমতাসীনদের হুঁশিয়ারও করে দিয়েছেন তিনি। মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে মানবাধিকার দিবস উপলক্ষে বাংলাদেশ মানবাধিকার পর্যবেক্ষণ পরিষদ আয়োজিত ‘বিশ্ব মানবাধিকার পরিস্থিতি ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। মানবাধিকার দিবসের এক আলোচনায় কামাল বলেন, আইনের শাসন থেকে যদি আমাকে বঞ্চিত করা হয়, সংবিধান যে আশ্রয় দিয়েছে, সেটা থেকে যদি বঞ্চিত করা হয়, মৌলিক অধিকার থেকে যদি বঞ্চিত করা হয়, এরা অপরাধী, মানে ডাকাত। বিএনপিকে সঙ্গে নিয়ে জাতীয় ঐক্যফ্রন্ট গড়ে একাদশ সংসদ নির্বাচনে অংশ নেয়া কামাল ক্ষমতাসীন আওয়ামী লীগের বিরুদ্ধে ভোট ডাকাতির অভিযোগ তুলেছিলেন। তিনি বলেন, ভোট ডাকাতের চেয়ে বড় ডাকাত হতে পারে না। মৌলিক অধিকার থেকে আমাকে বঞ্চিত করে, এর চাইতে বড় ডাকাত হতে পারে না। এদেরকে ডাকাত হিসেবে চিহ্নিত করেন। সরকারবিরোধী এই নেতা ক্ষোভের সঙ্গে বলেন, হ্যাঁ, আমি ডাকাত বলেছি। কী আছে? কেউ যদি মনে করে আমাকে তুলে নিতে পারে, করুক। ক্ষমতা চিরস্থায়ী নয় বলে আওয়ামী লীগকে হুঁশিয়ার করেন দলটির এক সময়ের এই নেতা। তিনি বলেন, আমি বলি, জনগণের অধিকারের বিষয়ে তোমরা পুরোপুরি শ্রদ্ধাশীল হও, সংবিধানকে মেনে চলো। বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির সভাপতি কামাল বলেন, কেউ আমাদেরকে বঞ্চিত করার অধিকার রাখে না। যদি করে তাহলে আমরা ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে শায়েস্তা করব এবং আমাদের অধিকার আমরা অবশ্যই ভোগ করব। আওয়ামী লীগের সাবেক মন্ত্রী কামাল বলেন, আপনারা নিজ নিজ এলাকায় গিয়ে এই ধরনের মিটিং করেন। ১৯৪৭ থেকে এখন পর্যন্ত ইতিহাস যদি দেখেন- স্বৈরাচাররা চিরস্থায়ী হতে পারে নেই, তাদের পরাজিত হতে হয়েছে, শেষ পর্যন্ত স্বৈরাচারদের মানুষের কাছে ধিক্কৃত হয়ে শাস্তি হয়েছে। সংগঠনের চেয়ারম্যান মোঃ নুরুল হুদা মিলু চৌধুরীর সভাপতিত্বে ও নির্বাহী পরিচালক তালুকদার মনিরুজ্জামানের সঞ্চালনায় আলোচনা সভায় সুপ্রীমকোর্টের আইনজীবী মইনুল হোসেন, সাবেক সচিব এএইচএম মোফাজ্জল করিম, সারোয়ার হোসেন, আবুল কাশেম চৌধুরী, ফরিদ আহমেদ, গোলাম মাওলা চৌধুরী বক্তব্য রাখেন।
×