ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

উগ্রবাদে জড়িতদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার উদ্যোগের অভাব

প্রকাশিত: ১১:৩২, ১১ ডিসেম্বর ২০১৯

উগ্রবাদে জড়িতদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার উদ্যোগের অভাব

স্টাফ রিপোর্টার ॥ উগ্রবাদে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসতে যতটা কাজ হচ্ছে, তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় উদ্যোগের ততটা অভাব রয়েছে। এ বিষয়ে এনজিওসহ অন্য সংগঠনের এগিয়ে আসা উচিত। মঙ্গলবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় আয়োজিত উগ্রবাদবিরোধী জাতীয় সম্মেলনের সমাপনী দিনে এ ধরনের তথ্য প্রকাশ করেন পুলিশের মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী ও ডিএমপি কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম। আইজিপি বলেন, ২০১৬ সালের পরে দেশে বেশ কিছু অভিযান হয়েছে। আমরা জঙ্গীদের এনকাউন্টার করেছি, ধ্বংস করেছি বলেই এর সুফল এখন ভোগ করছি। কিন্তু বাইরে থেকে আমরা উগ্রবাদীদের চিহ্নিত করি, মামলা দেই, গ্রেফতার করে জেলে দেই।
×