ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নারী ও শিশু দমন আইনের তিনটি ধারা কেন অসাংবিধানিক নয় ?

প্রকাশিত: ১১:৩১, ১১ ডিসেম্বর ২০১৯

নারী ও শিশু দমন আইনের তিনটি ধারা কেন অসাংবিধানিক নয় ?

স্টাফ রিপোর্টার ॥ ২০০০ সালে নারী ও শিশু নির্যাতন দমন আইনের শাস্তি সংক্রান্ত ৯(১), ৯ (১)(ক) এবং ১১(ক) ধারা তিনটি কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। অন্যদিকে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রোগ্রাম অফিসার আওলাদ হোসেনকে ভুয়া ওয়ারেন্টে ফাঁসানোর অভিযোগ তদন্ত করতে সিআইডিকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একইসঙ্গে ১৫ জানুয়ারি আদালতে তার উপস্থিতি নিশ্চিত করতে বলা হয়েছে। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশগুলো প্রদান করেছেন। আদালতে ছিলেন এ্যাডভোকেট শিশির মনির, আইনজীবী জয়নুল আবেদীন। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।
×