ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পটিয়ায় সিলিন্ডার থেকে গ্যাস চুরির সময় দগ্ধ ৫

প্রকাশিত: ১১:৩০, ১১ ডিসেম্বর ২০১৯

পটিয়ায় সিলিন্ডার থেকে গ্যাস চুরির সময় দগ্ধ ৫

নিজস্ব সংবাদদাতা, পটিয়া, চট্টগ্রাম, ১০ ডিসেম্বর ॥ সিলিন্ডার থেকে গ্যাস চুরির সময় আগুনে পুড়ে দগ্ধ হয়েছে ৫ শ্রমিক। মঙ্গলবার সকাল ১০টায় স্থানীয় পটিয়া বাইপাসের বৈতলী রোডের উত্তর পাশে একটি ভাড়া বাসায় এই দুর্ঘটনা ঘটে। দগ্ধ ৫ জনকে প্রথমে পটিয়া হাসপাতালে নেয়া হয়। পরে তাদের সেখান থেকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। দগ্ধদের মধ্যে আবু ছালের অবস্থা আশঙ্কাজনক। চুরি করে গ্যাস বিক্রির সময় আগুনে পুড়ে আহতরা হলেন- পটিয়া উপজেলার কচুয়াই গ্রামের মোঃ আবদুল মোনাফের পুত্র আবু সৈয়দ (৪০), চন্দনাইশের এনায়েত হোসেনের পুত্র মোঃ রহিম (৩০), একই উপজেলার মীর আহমদের পুত্র মোঃ আলী (৩২), আবদুল মাহবুবের পুত্র মোঃ সাজ্জাদ (২০) এবং আবু ছালেহ (২৬)। অবৈধ গ্যাস রিফুয়েলিং কারখানায় আগুনের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান, পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ডাঃ তিমির বরুণ চৌধুরী দুর্ঘটনাস্থলে গিয়ে কারখানায় তালা লাগিয়ে দেন।
×