ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

গণপূর্ত অধিদফতরের ১১ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করবে দুদক

প্রকাশিত: ১১:৩০, ১১ ডিসেম্বর ২০১৯

গণপূর্ত অধিদফতরের ১১ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করবে দুদক

স্টাফ রিপোর্টার ॥ অবৈধ সম্পদ অর্জন, বিদেশে অর্থ পাচার ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে গণপূর্ত অধিদফতরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী উৎপল কুমার দে সহ ১১ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের বিরুদ্ধে যুবলীগের কথিত নেতা ও ঠিকাদার গোলাম কিবরিয়া শামীমকে (জি কে শামীম) সহযোগিতার অভিযোগও খতিয়ে দেখবে সংস্থাটি। সূত্র জানায়, দুদকের পরিচালক (বিশেষ অনুসন্ধান ও তদন্ত-২) সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে ৭ সদস্যের অনুসন্ধান টিম তাদের জিজ্ঞাসাবাদ করবে। আগামী ১৮, ১৯ ও ২৩ ডিসেম্বর এই তিনদিন জিজ্ঞাসাবাদ চলবে। বাকিরা হলেন- গণপূর্ত অধিদফতরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ রোকন উদ্দিন ও আবদুল মোমেন চৌধুরী, নির্বাহী প্রকৌশলী স্বপন চাকমা, মোহাম্মদ শওকত উল্লাহ, মোঃ ফজলুল হক, আবদুল কাদের চৌধুরী, আফসার উদ্দিন, মোঃ ইলিয়াস আহমেদ ও ফজলুল হক মধু এবং গণপূর্ত সার্কেল-৪ এর উপ-সহকারী প্রকৌশলী আলী আকবর সরকার।
×