ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পটিয়ায় সিলিন্ডার থেকে গ্যাস চুরির সময় দগ্ধ-৫

প্রকাশিত: ০৫:১১, ১০ ডিসেম্বর ২০১৯

পটিয়ায় সিলিন্ডার থেকে গ্যাস চুরির  সময় দগ্ধ-৫

নিজস্ব সংবাদদাতা, পটিয়া, চট্টগ্রাম ॥ চট্টগ্রামের পটিয়ায় গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস চুরির সময় আগুনে দগ্ধ হয়েছেন শ্রমিকসহ ৫জন। তারা হলেন- পটিয়া উপজেলার কচুয়াই গ্রামের মো. আবদুল মোনাফের পুত্র আবু সৈয়দ (৪০), চন্দনাইশের এনায়েত হোসেনের পুত্র মো. রহিম (৩০), একই উপজেলার মীর আহমদের পুত্র মো. আলী (৩২) ও আবদুল মাহবুবের পুত্র মো. সাজ্জাদ (২০)। আজ মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার কচুয়াই ইউনিয়নের ১নং ওয়ার্ডের পটিয়া বাইপাসের বৈতলী রোডের উত্তর পাশে একটি ভাড়া বাসায় এই দুর্ঘটনা ঘটে। তাদের মধ্যে আবু ছালের অবস্থা আশংকাজনক। দগ্ধ ৫জনকে পটিয়া হাসপাতাল থেকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এদিকে, অবৈধ গ্যাস রিফুয়েলিং কারখানায় আগুনে দগ্ধ হওয়ার খবর পেয়ে পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান, পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ডা: তিমির বরণ চৌধুরী ঘটনাস্থলে ছুটে গিয়ে কারখানায় তালা লাগিয়ে দেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কচুয়াই ইউনিয়নের বৈলতলী রোডের উত্তর পাশে দীর্ঘদিন ধরে একটি ভাড়া বাসায় চন্দনাইশ উপজেলার মোহাম্মদ টিপু নামের একব্যক্তি সিলিন্ডার গ্যাস থেকে কৌশলে চুরি করে আসছিল। গত ২৭ ফেব্রুয়ারী পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট হাবিবুল হাসান এই গ্যাস সিলিন্ডার রিফুয়েলি কারখানায় অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করে। ওই সময় চন্দনাইশ উপজেলার উত্তর হাসিমপুর এলাকার বাসিন্দা এনায়েত হোসেনের পুত্র আবদুর রহিম (২২), একই এলাকার বাসিন্দা ফয়েজ আহমদের পুত্র মোহাম্মদ করিম (৩৫) ও আবদুল জলিলের পুত্র মোহাম্মদ সালেহকে (২২) আটক করা হয়। ইউএনও হাবিবুল হাসান গ্যাস সিলিন্ডার রিফুয়েলিং কারখানা সিলগালা করলেও পরবর্তীতে কারখানার মালিক মো. টিপু পুনরায় শুরু করে। প্রতিদিনের মত মঙ্গলবার সকালে এক সিলিন্ডার থেকে অন্য সিলিন্ডারে রিফুয়েলিং করার সময় এক পর্যায়ে আগুন ধরে যায়। তবে বড় ধরনে ঘটনা ঘটেনি। স্থানীয়া জানিয়েছেন, পটিয়ার অবৈধ রিফুয়েলিং কারখানায় বিভিন্ন কোম্পানির কয়েকশ খালি ও ভর্তি গ্যাস সিলিন্ডার রয়েছে। ওই কাখানায় বসুন্ধরা, বিন হাবিব, সুপার, জি গ্যাস, টোটাল, পোর্টম্যান, নাভানা, ওমেরা, বিএসবি, বিএম, এসএল কর্ণফুলী নামের কোম্পানিদের গ্যাস সিলিন্ডার রয়েছে। মূলত এক বোতল থেকে অন্য বোতলে গ্যাস ফিলিং করা হয়। পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান জানিয়েছেন, গ্যাস রিফুয়েলিং কারখানাটি অবৈধ। গত ফেব্রুয়ারী মাসে তিনি অভিযান চালিয়ে এই কারখানাকে এক লাখ টাকা জরিমানা আদায় করেন এবং কারখানা বন্ধ রাখার জন্য নির্দেশ দেন। দুর্ঘটনার পর গ্যাস রিফুয়েলিং কারখানায় দ্বিতীয় বারের মত তালা লাগিয়ে স্থায়ীভাবে বন্ধ রাখার নির্দেশ দেন।
×