ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এনআরসির বিরুদ্ধে জোট বাঁধার আহ্বান মমতার

প্রকাশিত: ২৩:৩৩, ১০ ডিসেম্বর ২০১৯

এনআরসির বিরুদ্ধে জোট বাঁধার আহ্বান মমতার

অনলাইন ডেস্ক ॥ ভারতের লোকসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পাসের পর জাতীয় নাগরিক পঞ্জির (এনআরসি) বিরুদ্ধে আবারও সরব হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এনআরসির বিরুদ্ধে জোট বাঁধার আহ্বান জানিয়েছেন তিনি। ভারতের বিভিন্ন ভাষাভাষী মানুষকে ‘ভারতমাতার সন্তান’ উল্লেখ করে মমতা বলেন, ‘আসুন জোট বাঁধি। এক জনকেও দেশ থেকে তাড়ানো চলবে না। নো এনআরসি, নো ডিভাইড অ্যান্ড রুল। মনে রাখবেন, দেশের থেকে বড় কিছুই নয়।’ পশ্চিমবঙ্গের খড়্গপুরে বিধানসভা উপ-নির্বাচনে জয়ের পর শহরবাসীকে ধন্যবাদ জানাতে সমাবেশে যোগ দিয়ে এ আহ্বান জানান মমতা। শহরবাসীকে ধন্যবাদ জানানোর পর মমতার বক্তব্যের আগাগোড়া ছিল এনআরসি ও নাগরিকত্ব বিলের (সিএবি) বিরোধিতা। মমতা বলেন, ‘সিএবি আর এনআরসি মুদ্রার এপিঠ-ওপিঠ। আমরা সবাই নাগরিক, ভোট দেই, সবার রেশন কার্ড রয়েছে। কারও স্কুলের প্রশংসাপত্র, কাজ করার প্রশংসাপত্র, জমির কাগজপত্র কিছু না কিছু রয়েছে। এরপরও নাগরিকত্ব নিয়ে কী প্রশ্ন রয়েছে!’ এনআরসি নিয়ে মুখ্যমন্ত্রীর অভয়বাণী, ‘ভয় পাবেন না। ফেট্টি পড়ে যারা এসে বলবে দেশকে ভাগ করতে, তাদের বলুন, বাংলার সংস্কৃতি ফেট্টিবাজদের জায়গা নয়। আমরা থাকাকালীন কারও ক্ষমতা নেই, আপনাদের উপর জোর করে কিছু চাপিয়ে দেবে।’
×