ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কর্ণফুলী নদীতে ওয়াটার বাস চালু

প্রকাশিত: ১১:৫৫, ১০ ডিসেম্বর ২০১৯

কর্ণফুলী নদীতে ওয়াটার বাস চালু

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে বিদেশ যাত্রীদের জন্য কর্ণফুলী নদীতে চালু হয়েছে ওয়াটার বাস। সোমবার সকাল ৭টায় সদরঘাট থেকে পতেঙ্গা শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন ঘাটে ছুটে যায় প্রথম ওয়াটার বাস। জনপ্রতি ভাড়া প্রথমে ৪০০ টাকা নির্ধারিত হলেও এখন তা ৩৫০ টাকায় পুনঃনির্ধারিত হয়েছে। ওয়াটার বাস পরিচালনায় নিয়োজিত এসএ ট্রেডিং জানায়, ওয়াটার বাসের গতিবেগ ২৫ নটিক্যাল মাইল। সদরঘাট থেকে সকাল ৭টায় প্রথম ট্রিপে যাত্রী ছিল ১ জন। সকাল ৮টায় দ্বিতীয় ট্রিপে যাত্রী ছিলেন ২ জন। ১২টা ২৫ মিনিটে তৃতীয় ট্রিপেও ছিলেন ২ যাত্রী। এছাড়া সিডিউল অনুযায়ী বিকেল ৩টা ও সন্ধ্যা ৭টাসহ সদরঘাট টার্মিনাল থেকে প্রতিদিন ৫টি ট্রিপ ছেড়ে যাবে। পতেঙ্গা থেকেও থাকবে ৫টি ট্রিপ। এগুলো ছাড়বে সকাল সাড়ে ৮টা, সাড়ে ১১টা, বিকেল ২টা ২৫ মিনিট, সাড়ে ৪টা ও রাত সোয়া ৯টা। প্রসঙ্গত, পতেঙ্গা শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর যেতে বিদেশগামী যাত্রীদের নাকাল হতে হয় সড়কে তীব্র যানজটে পড়ে। বিশেষ করে কাস্টম হাউসের পর থেকে ইপিজেড হয়ে বন্দরটিলা পর্যন্ত এলাকা প্রায়ই স্থবির হয়ে থাকে। এর কারণ সেখানে অবস্থিত কন্টেনার ডিপো, লরি ও কাভার্ড ভ্যানের সারি। সাধারণ যাত্রীদের এ পথটুকু অতিক্রম করতে কখনও কখনও দুই ঘণ্টা লেগে যায়।
×