ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মাদারীপুর হানাদার মুক্ত দিবস আজ

প্রকাশিত: ১১:৫৩, ১০ ডিসেম্বর ২০১৯

মাদারীপুর হানাদার মুক্ত দিবস আজ

নিজস্ব সংবাদদাতা, ৯ ডিসেম্বর ॥ মাদারীপুর মুক্ত দিবস আজ। ১৯৭১ সালের এই দিনে একটানা ৩৬ ঘণ্টা সম্মুখ যুদ্ধে পর্যুদস্ত পাকি হানাদার বাহিনীর ৫৩ জল্লাদ মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করলে জেলা শত্রু মুক্ত হয়। এ সংবাদে হাজার হাজার মুক্তিকামী মানুষ বাঁধভাঙ্গা জোয়ারের মতো ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে রাস্তায় নেমে আসেন। ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে জেলার সবক‘টি থানা মুক্তিযোদ্ধাদের দখলে চলে আসে। এ কারণেই হানাদার বাহিনী ও তাদের দোসররা মাদারীপুর শহরের এ.আর হাওলাদার জুট মিলের অভ্যন্তরে ও নাজিমউদ্দিন কলেজে অবস্থান নেয়। মুক্তিযোদ্ধারা চারদিক থেকে তাদের ঘিরে রাখে। মিত্রবাহিনী ছাড়া মুক্তিযোদ্ধাদের কাছে পাকি বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে মাদারীপুর শত্রুমুক্ত হয়। ভোলা নিজস্ব সংবাদদাতা ভোলা থেকে জানান, আজ ১০ ডিসেম্বর। ১৯৭১ সালের এই দিনে হানাদার মুক্ত হয় দ্বীপজেলা ভোলা। দীর্ঘ ৯ মাসের সশস্ত্র সংগ্রাম ও যুদ্ধের পর পাক-হানাদার বাহিনী ও তাদের দোসররা ভোলার মুক্তিযোদ্ধাদের প্রতিরোধের মুখে ভোলা থেকে পালিয়ে যায়। ভোলাকে স্বাধীন করে ভোলার বীর মুক্তিযোদ্ধারা। স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা জানান, ১৯৭১ সালে দেশ রক্ষায় সারাদেশের ন্যায় দ্বীপ জেলা ভোলাতেও চলে মুক্তিযুদ্ধের প্রস্তুতি। ভোলা সরকারী স্কুল মাঠ, টাউন স্কুল মাঠ ও ভোলা কলেজের মাঠের কিছু অংশে মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ শুরু হয়।
×