ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মুক্তিযুদ্ধ জাদুঘরে সপ্তাহব্যাপী বিজয় উৎসব শুরু আজ

প্রকাশিত: ১১:২৫, ১০ ডিসেম্বর ২০১৯

মুক্তিযুদ্ধ জাদুঘরে সপ্তাহব্যাপী বিজয় উৎসব শুরু আজ

স্টাফ রিপোর্টার ॥ আজ মঙ্গলবার থেকে মুক্তিযুদ্ধ জাদুঘরের আয়োজনে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী বিজয় উৎসব। উৎসবের আগের দিন সোমবার ছিল জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক গণহত্যা স্মরণ ও প্রতিরোধ দিবস। এ দুই উপলক্ষ্যকে সামনে রেখে এদিন গণহত্যার ওপরে শিক্ষার্থীদের গবেষণাভিত্তিক আলোচনার মাধ্যমে সূচনা হয় উৎসবের। সেন্টার ফর দ্য স্টাডিজ অব জেনোসাইড এ্যান্ড জাস্টিসের আয়োজনে এ আলোচনায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। আলোচনায় শিক্ষার্থীরা বলেন, পৃথিবীর ইতিহাস বলে গণহত্যা কোন রাজনৈতিক সমস্যার সমাধান দিতে পারেনি। বরং সেই জনগোষ্ঠী স্বাধীনতাকামী হয়ে উঠে। ২৫ মার্চেও গণহত্যা বাংলাদেশের মানুষকেও মুক্তিযুদ্ধের পথে নিয়ে গিয়েছিল। তারা বলেন, মুক্তিযুদ্ধের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি মেলেনি। এই স্বীকৃতি সহজে আসবে না। এরজন্য তথ্য প্রমাণ নিয়ে আন্তর্জাতিক মহলে তুলে ধরার তাগিদ দেন তারা। সেইসঙ্গে মুক্তিযুদ্ধের বীরত্বপূর্ণ কাহিনী ও গণহত্যার বিষয়টি তরুণ প্রজন্মের সামনে গল্পের আকারে তুলে ধরার উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তরুণ গবেষকরা। এতে শিশু-কিশোররা মুক্তিযুদ্ধের ইতিহাস ও গণহত্যা সম্পর্কে ছোটবেলা থেকেই জানতে পারবে।
×