ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

মিস ইউনিভার্স মুকুট পরলেন দক্ষিণ আফ্রিকার জোজিবিনি

প্রকাশিত: ১১:২৪, ১০ ডিসেম্বর ২০১৯

মিস ইউনিভার্স মুকুট পরলেন দক্ষিণ আফ্রিকার জোজিবিনি

জনকণ্ঠ ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রের জর্জিয়ার আটলান্টা শহরের টাইলার পেরি স্টুডিওতে অনুষ্ঠিত হয়ে গেল মিস ইউনিভার্স প্রতিযোগিতা। এতে ২০১৯ সালের মিস ইউনিভার্স হন দক্ষিণ আফ্রিকার জোজিবিনি তুনজি (২৬)। ২০১৭’র পর দক্ষিণ আফ্রিকা আবারও পেল এ মুকুট। স্থানীয় সময় রবিবার রাতে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। খবর সিএনএনের। এবারের মিস ইউনিভার্স মুকুটকে বলা হচ্ছে ‘একতার শক্তি’। এবারের মুকুটটি তৈরি হয়েছে ১৮ ক্যারেট স্বর্ণ, এক হাজার সাত শ’ ৭০ টি হীরা দিয়ে। সোনালি পাথরের ওজন ৬২ দশমিক ৪৩ ক্যারেট। মুকুটটির ফুলের নক্সা প্রতিনিধিত্ব করে নারীদের একতাকে। যা প্রকৃতি, শক্তি, সৌন্দর্য, নারীবাদী ধ্যান-ধারণা ও একতা থেকে উৎসাহিত হয়ে তৈরি করা হয়েছে। ৯০ প্রতিযোগীকে হারিয়ে বিশ্ব সুন্দরী ২০১৯- এর মুকুট জিতে নিলেন দক্ষিণ আফ্রিকার জোজিবিনি তুনজি। ৬৮-তম বার্ষিক মিস ইউনিভার্সকে মুকুট পরিয়ে দেন গত আসরের বিজয়ী ফিলিপিন্সের ক্যাটরিওনা গ্রে। প্রথম রানার আপ হন মিস পুয়ের্তো রিকো ম্যাডিসন এ্যান্ডারসন ও দ্বিতীয় রানার আপ মিস মক্সিকো সোফিয়া আরাগানকে প্রতিযোগিতায় পেছনে ফেলে সেরার স্থানটি অর্জন করেন এই সুন্দরী। স্টিভ হার্ভে সেরাদের নাম ঘোষণা করেন। তুনজি দক্ষিণ আফ্রিকার তসলো শহরে বসবাস করেন। তিনি লিঙ্গভিত্তিক সহিংসতার বিরুদ্ধে বেশ সক্রিয় ভূমিকা পালন করেছেন। মিস ইউনিভার্সের ৬৮তম আসরের মূল পর্বে অংশ নেয় ৯০ দেশ। এই আসরে এবারই অভিষেক হয় বাংলাদেশের শিরিন আক্তার শিলার মাধ্যমে। শিলার উপস্থিতিও ছিল নজরকাড়া। তবে শীর্ষ ২০-এ স্থান করে নিতে পারেননি শিলা।
×