ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দুর্নীতির মাধ্যমে সরকার দেশের অর্থনীতি ধ্বংস করেছে ॥ ফখরুল

প্রকাশিত: ১১:২৩, ১০ ডিসেম্বর ২০১৯

দুর্নীতির মাধ্যমে সরকার দেশের অর্থনীতি ধ্বংস করেছে ॥ ফখরুল

স্টাফ রিপোর্টার ॥ দুর্নীতির মাধ্যমে সরকার দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দুর্নীতির যে অবস্থা তা সর্বগ্রাসী রূপ নিয়েছে। শুধু আর্থিক দুর্নীতি নয়, সামাজিক ও রাজনৈতিক দুর্নীতিও এখন সবচেয়ে বড় দুর্নীতির অন্যতম। সবক্ষেত্রেই এসব দুর্নীতি শুরু হয়েছে। সোমবার জাতীয়তাবাদী সামাজিক-সাংস্কৃতিক সংগঠন-জাসাসের নতুন কমিটির নেতাদের নিয়ে শেরে বাংলা নগরে অবস্থিত দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। সাংবাদিকদের এ সময় আরও বলেন, শুদ্ধি অভিযানের নামে শুধু ছোটখাটো দুর্নীতিবাজদের গ্রেফতার করা হচ্ছে। বড় বড় রুই-কাতলা, যারা সমাজকে গ্রাস করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে না। আর্থিক দুর্নীতি এমন পর্যায়ে গিয়েছে যে, সেখানে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ও সংসদ সদস্যদের মধ্যে বাগবি-তা শুরু হচ্ছে। এখানে একটি-দুইটি নয়, শেয়ারবাজার, ব্যাংক কেলেঙ্কারি, বিদ্যুতের কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট, মেগা প্রকল্পের নামে মেগাদুর্নীতি এখন দেশের অর্থনীতি প্রায় শূন্যের কোটায় পৌঁছে যাওয়ার উপক্রম হয়েছে। তিনি বলেন, আজকে দুর্নীতির মধ্য দিয়ে নির্বাচন প্রক্রিয়াকে ধ্বংস করে দিয়ে বর্তমান সরকার জোর করে ক্ষমতা দখল করে আছে। আন্তর্জাতিক দুর্নীতি দমন তারিখ ঘোষণা করা হচ্ছে। এই কথাটা বলতে চাই, সারা বিশ্বে দুর্নীতি দমনের সঙ্গে বাংলাদেশে যে দুর্নীতি সর্বগ্রাসী হয়ে উঠেছে, তার বিরুদ্ধেও জনগণের প্রতিরোধ দরকার, জনগণকে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। ‘আন্দোলন/সংগ্রামে ব্যর্থ হয়ে বিদেশীদের কাছে নালিশ করছে’ ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের জবাবে বলেন, এসব পুরনো কথা। এর মূল্য নেই। গুরুত্ব হারিয়ে গেছে। এসব ছাড়া তাদের আর কোন কথা বলার উপায় নেই। জনগণের কাছে যাওয়ার জায়গা নেই, রাজনীতিতেও তাদের কোন ভিত্তি নেই। তারা জোর করে রাষ্ট্রক্ষমতা দখল করে আছে। এসব কথা না বললে মিডিয়াতেও টিকে থাকতে পারবে না। বিএনপি সংসদ সদস্যদের পদত্যাগের আহ্বান গয়েশ্বরের এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় সোমবার প্রেসক্লাবে এক অনুষ্ঠানে দলীয় সংসদ সদস্যদের পদত্যাগের আহ্বান জানিয়েছেন। নারী শিশু অধিকার ফোরাম আয়োজিত ‘আর কতকাল বন্দী থাকবে খালেদা জিয়া’ শীর্ষক আলোচনা সভায় তিনি বলেন, ২৯ ডিসেম্বর রাতের অবৈধ ফসল হচ্ছে আজকের পার্লামেন্ট। চট্টগ্রাম-৮ উপনির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু এদিকে চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়নপত্রের ফরম বিক্রি শুরু হয়েছে। সোমবার দুপুর ২টার পর থেকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে এ কার্যক্রম শুরু হয়। এ আসনের নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার আজ মঙ্গলবার গুলশানে চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হবে। জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) একাংশের সভাপতি মইন উদ্দীন খান বাদলের মৃত্যুতে শূন্য হওয়া চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে আগামী ১৩ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
×