ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইউনিভার্সেল থিয়েটারের জঙ্গীবাদবিরোধী নাটক মঞ্চস্থ

প্রকাশিত: ১১:২২, ১০ ডিসেম্বর ২০১৯

ইউনিভার্সেল থিয়েটারের জঙ্গীবাদবিরোধী নাটক মঞ্চস্থ

স্টাফ রিপোর্টার ॥ এ বছর মঞ্চে এসেছে জঙ্গীবাদবিরোধী নতুন নাটক রেনুলতা। প্রযোজনাটি মঞ্চে এনেছে মুক্তিযুদ্ধের চেতনাঋদ্ধ নাট্যদল ইউনিভার্সেল থিয়েটার। শুধু বাংলাদেশ নয় জঙ্গীবাদের ভয়াল থাবা বিস্তৃত হয়েছে বিশ্বব্যাপী। জঙ্গীদের হামলায় বারবার প্রকম্পিত হয়েছে বাংলাদেশসহ সারাবিশ্ব। জঙ্গীরূপী নরপিশাচদের প্রতিহিংসার শিকার হয়ে নিভে গেছে অসংখ্য সাধারণ মানুষের প্রাণপ্রদীপ। সেই বাস্তবতায় ধর্মীয় ও জাতিগত সহিংসতা ও উগ্রবাদের নৃশংসতার বিরুদ্ধে মানবতার জয়গান গাওয়া হয়েছে নাটকটিতে। রচনার পাশাপাশি প্রযোজনাটির নির্দেশনা দিয়েছেন আবুল হোসেন খোকন। সোমবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটির প্রদর্শনী হয়। সময়োপযোগী নাটকটিতে পারিবারিক জীবনের সমান্তরালে উঠে এসেছে নীরবে জঙ্গীবাদ বিস্তারের ভয়াবহ চিত্র। উঠে এসেছে সাম্প্রতিক সময়ে আলোচিত নানা জঙ্গী হামলার চিত্র। প্রযোজনাটি প্রসঙ্গে নির্দেশক আবুল হোসেন খোকন বলেন, ধর্মের অপব্যাখ্যা দিয়ে জিহাদীরা সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। সারাবিশ্বেই নিরীহ মানুষ হত্যা করা হচ্ছে, পুরো দুনিয়া আজ সন্ত্রস্ত এই মরণব্যাধির ভয়ে। অথচ যারা এর মদদদাতা, যারা নেপথ্যে কলকাঠি নাড়ছেন তারা যুগের পর যুগ থেকে যাচ্ছেন ধরা ছোঁয়ার বাইরে। ধর্মের নামে নিরীহ মানুষ হত্যা করে কাদের উদ্দেশ্য চরিতার্থ করছে তারা? নাটকের মাধ্যমে সেই প্রশ্নের গভীরে প্রবেশের চেষ্টা করা হয়েছে। ইরাক, কুয়েত, সিরিয়া, জর্দান, লেবানন, প্যালেস্টাইন, আফগানিস্তানসহ বিশ্বের আনাচে-কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা ধর্মের লেবাসধারীরা ধর্মরক্ষার নামে নিরীহ মানুষ হত্যা করে কাদের উদ্দেশ্য চরিতার্থ করছেÑসময় এসেছে সেই শিকড় উপড়ে ফেলার। পাপকে ঘৃণা করো, পাপীকে নয়- যুগ যুগ ধরে চলে আসা এই বিধানের বিপরীতে অমোঘ নির্মিত নাটক রেণুলতা। গণসঙ্গীত কর্মশালার সমাপনী অনুষ্ঠান আজ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত বছরব্যাপী অনুষ্ঠান আয়োজনের লক্ষ্যে ছয় শতাধিক প্রতিশ্রুতিশীল কণ্ঠ ও নৃত্যশিল্পীকে নির্বাচন করা হয়েছে। এদের মধ্য থেকে তিন শতাধিক প্রশিক্ষণার্থীর অংশগ্রহণে গত ২ ডিসেম্বর থেকে সপ্তাহব্যাপী গণসঙ্গীতের একটি বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। আজ মঙ্গলবার সেই কর্মশালার সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দুপুরে একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে প্রশিক্ষণার্থীদের সনদপত্র প্রদানের পাশাপাশি অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক পরিবেশনা। সমাপনী অনুষ্ঠানে একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে উপস্থিত থাকবেন কর্মশালার প্রশিক্ষক গণসঙ্গীত শিল্পী সিরাজুস সালেকিন।
×