ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফতুল্লায় ফ্ল্যাট থেকে শ্রীলঙ্কান নারীর লাশ উদ্ধার

প্রকাশিত: ১১:১৬, ১০ ডিসেম্বর ২০১৯

ফতুল্লায় ফ্ল্যাট থেকে শ্রীলঙ্কান নারীর লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় একটি ফ্ল্যাট থেকে শ্রীলঙ্কান নাগরিক রেবেকা বান্দেরা (২৮) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় ফতুল্লার ভূইঘর এলাকায় অবস্থিত রূপায়ন টাউনের ১১নং বিল্ডিংয়ের ৩/এ ফ্ল্যাট বাসা থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। ওই নারী সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডের কুনতুনং এ্যাপারেলস লিঃ নামের এক পোশাক কারখানায় বায়িং হাউসে মার্চেন্ডাইজার হিসেবে কর্মরত ছিলেন। নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল-ক) মেহেদী ইমরান সিদ্দিকী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘটনাটি আত্মহত্যা। তারপরেও প্রকৃত কারণ উদঘাটনে ময়নাতদন্তের জন্য তার লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। টেলিফোনে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। ওই বাসায় তার সঙ্গে ফুফু থাকেন। তিনি ৩-৪ দিন আগে শ্রীলঙ্কায় গেছেন। ঘটনার সময় তিনি একাই ছিলেন। এখানে পুরো ভবনটিতে বিদেশীরাই বসবাস করেন। আপাতত কোন সন্দেহজনক কোন কিছু পাওয়া যায়নি। তিনি বলেন, ওই নারী সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডের কুনতুনং এ্যাপারেলস লিঃ নামের কারখানায় ৭-৮ বছর ধরে বায়িং হাউসে মার্চেন্ডাইজার হিসেবে কর্মরত ছিলেন।
×