ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কৃষক ন্যায্যমূল্য না পেলে জাপা সরকারের বিরুদ্ধে কথা বলবে ॥ জিএম কাদের

প্রকাশিত: ১১:১৫, ১০ ডিসেম্বর ২০১৯

কৃষক ন্যায্যমূল্য না পেলে জাপা সরকারের বিরুদ্ধে কথা বলবে ॥ জিএম কাদের

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলের উপনেতা জিএম কাদের বলেছেন, কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য না পেলে, জাতীয় পার্টি সরকারের বিরুদ্ধে প্রতিবাদী ভাষায় কথা বলবে। আমি কাউকে ভয় পাই না। সোমবার রাজধানীর সেগুনবাগিচার কচিকাঁচা মিলনায়তনে জাতীয় কৃষক পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। একই অনুষ্ঠানে দলের মহাসচিব মশিউর রহমান রাঙ্গা বলেছেন, পেঁয়াজ ছাড়া যদি রান্না হয়, তবে আওয়ামী লীগ ছাড়াও দেশ চলবে। সম্মেলনে জাপা চেয়ারম্যান বলেন, ‘জাতীয় পার্টি অনেক নির্যাতন সহ্য করেছে। কোন নির্যাতনই জাতীয় পার্টিকে দাবিয়ে রাখতে পারেনি। জাতীয় পার্টি আর কোন নির্যাতন সহ্য করবে না। এখন থেকে সব ধরনের নির্যাতন রুখে দাঁড়াবে এবং সামনে এগিয়ে যাবে। সবাইকে ঐক্যবদ্ধ থেকে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে জিএম কাদের বলেন, ‘বাইরে থেকে জাতীয় পার্টির ওপর যত আঘাত আসুক কিছুই হবে না। তবে দলের মধ্যে ষড়যন্ত্র থাকলে পার্টি ক্ষতিগ্রস্ত হবে। দলের ভেতর থেকে কেউ যাতে ষড়যন্ত্র না করে সেদিকে কড়া নজর রাখতে হবে। জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধী দলীয় চীফ হুইপ মোঃ মসিউর রহমান রাঙ্গা বলেছেন, দ্রব্যমূল্য অসহনীয় পর্যায়ে চলে গেছে। মানুষ আজ ভাল নেই। পেঁয়াজ কিনতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। পেঁয়াজ ছাড়া অনেকে রান্নার কথা বলেছেন। পেঁয়াজ ছাড়া যদি রান্না হয়, তবে আওয়ামী লীগ ছাড়াও দেশ চলবে। সাবেক স্থানীয় সরকার প্রতিমন্ত্রী রাঙ্গা বলেন, এখন পেঁয়াজ সিরিয়া ও পাকিস্তান থেকে আমদানি করা হচ্ছে। এ পাকিস্তান নিয়ে এতকিছু, এখন পাকিস্তান থেকেই পেঁয়াজ আনা হয়। এখন আমদানি করা পেঁয়াজের একটার যে সাইজ, প্রায় এক কেজির মতো। এ সাইজের একটি পেঁয়াজ রান্না করতে, এক পেঁয়াজ লাগবে বলেও মন্তব্য করেন তিনি।
×