ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

’২০ সালের প্রথম অধিবেশনে সংসদে রাষ্ট্রপতির ভাষণের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন

প্রকাশিত: ১১:০৯, ১০ ডিসেম্বর ২০১৯

’২০ সালের প্রথম অধিবেশনে সংসদে রাষ্ট্রপতির ভাষণের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন

বিশেষ প্রতিনিধি ॥ একাদশ জাতীয় সংসদের ২০২০ সালের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সংবিধানের ৭৩(২) অনুচ্ছেদের বিধান অনুযায়ী একাদশ জাতীয় সংসদের ২০২০ সালের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ কথা জানিয়ে আরও বলেন, মন্ত্রণালয় ও বিভাগ থেকে প্রাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে রাষ্ট্রপতি প্রদেয় ভাষণের খসড়া এবং সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির পাঠের উদ্দেশে একটি সংক্ষিপ্ত ভাষণের খসড়া মন্ত্রিপরিষদ বিভাগে প্রণয়ন করা হয়। খসড়া ভাষণে ৯টি বিষয়ে দেশের সার্বিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত এসেছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ভাষণে থাকছে দেশের সামষ্টিক অর্থনীতির চিত্র; আর্থ-সামাজিক উন্নয়নে গৃহীত বিভিন্ন পদক্ষেপ ও সাফল্য; রূপকল্প ২০২১ বাস্তবায়নে বিভিন্ন খাতে গৃহীত কর্মসূচীর রূপরেখা; ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়নে বিভিন্ন কর্মসূচীর বাস্তবায়ন এবং দেশে ও বিদেশে কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা বেষ্টনি কর্মসূচীর প্রসারের কথাও এতে বলা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়ার অগ্রগতি, বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে অর্জিত সাফল্য এবং প্রশাসনিক নীতি, কৌশল, উন্নয়ন দর্শন ও অগ্রযাত্রার দিক নির্দেশনার বিষয়টিগুলো এসেছে রাষ্ট্রপতির ভাষণে। আমরা এখন এটা একটু দেখব, কোন গ্রামাটিক্যাল ভুল আছে কি না। কোন ছোটখাটো মিসটেক আছে কি না। এটা ঠিক করে দুটি কপি হবে- একটা ইংরেজী, আরেকটি বাংলা। এরপর এটি ছাপানোর জন্য ১৯ ডিসেম্বর প্রেসে পাঠানো হবে।
×